শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী উল্লেখ করে সংবাদ , পত্রিকা অফিসে আগুন
বিমানবন্দরে সংবর্ধনা হাফেজ আনওয়ার হোসাইনকে
বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও সিলেট জেলা উত্তর আমীর হাফেজ মাওলানা আনওয়ার হোসাইন খান যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরেছেন। ২৫ অক্টোবর বুধবার দুপুরে তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে জেলা জামায়াত ও ছাত্রশিবির নেতৃবৃন্দ এবং সূধী, শুভাকাঙ্খীরা তাকে স্বাগত জানান এবং ফুল দিয়ে বরণ করে নেন।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট উত্তর জেলা জামায়াতের সেক্রেটারী ও সাবেক উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন, জেলা সহকারী সেক্রেটারী মাওলানা মাশুক আহমদ, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা জয়নুল আবেদীন, কানাইঘাট উপজেলা নায়েবে আমীর মাওলানা শরীফ আহমদ, সেক্রেটারী হাফেজ তাজ উদ্দিন, কানাইঘাট পৌরশাখা আমীর মো. আব্দুল্লাহ, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় কলেজ সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক, ছাত্রশিবির সিলেট জেলা পূর্ব সেক্রেটারী মারুফ আহমদ প্রমুখ।
উল্লেখ্য হাফেজ মাওলানা আনওয়ার হোসাইন খান এক সংক্ষিপ্ত সফরে যুক্তরাজ্য ছিলেন। এসময় তিনি স্থানীয় কমিউনিটি নেতৃবৃন্দ, পেশাজীবি ও প্রবাসে অবস্থানরতদের বিভিন্ন সভা-সেমিনারে অংশগ্রহণ করেন। বিশেষত কানাইঘাট ও জকিগঞ্জের প্রবাসীরা তাকে পৃথক সংবর্ধনা প্রদান করেন ও মতবিনিময় সভায় মিলিত হন।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
শেয়ার করুন