সিলেটে নিজ দলের সন্ত্রাসীদের হাতে ছাত্রলীগ কর্মী খুন
সিলেটে নিজ দলের সন্ত্রাসীদের হামলায় এক ছাত্রলীগ কর্মী খুন হয়েছেন। মঙ্গলবার দুপুরে নগরীর শামীমাবাদেই সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি গেইটে আহত হন তিনি। রাতে নগরীর একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।
জানা যায়, নিহত কাজী হাবিব সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ চতুর্থ বর্ষের শিক্ষার্থী। হাবীব মহানগর সাধারন সম্পাদক তুষার গ্রুপের কর্মী ছিলেন। সম্প্রতি তিনি গ্রুপ বদল করে ছাত্রলীগের তেলিহাওর গ্রুপে যোগ দেন।
ভার্সিটির শিক্ষার্থীরা জানান, গ্রুপ বদলের দায়ে মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাগর, পূনম, আনিস সহ কতিপয় সন্ত্রাসীর নেতৃত্বে প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে হামলার শিকার হন হাবীব।
আশংকাজনক অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে নগরীর মাউন্ট এডোরা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাত ১১ টায় এই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
শেয়ার করুন