ট্রাম্পের বাণিজ্য চাপের মুখে জাপানের প্রধানমন্ত্রীর কড়া বার্তা
বিশ্ব স্ট্রোক দিবস পালিত
জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালে বিশ্ব স্ট্রোক দিবস পালন করা হয়েছে। গতকাল রোববার সকাল সাড়ে ১১টায় নিউরোলজি বিভাগের উদ্যোগে বিভিন্ন আয়োজনে দিবসটি পালন করা হয়। বিশ্ব স্ট্রোক দিবসের কর্মসূচীর মধ্যে ছিল কেক কাটা, গণসচেতনতা র্যালী এবং সংক্ষিপ্ত আলোচনা সভা।
অনুষ্ঠান সমূহে প্রধান অতিথি হিসেবে ছিলেন জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক একেএম দাউদ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক অধ্যাপক মো. তারেক আজাদ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোলজি বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক ডা. মো. আওলাদ হোসেনসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-চিকিৎসক এবং শিক্ষার্থীবৃন্দ।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
শেয়ার করুন