ট্রাম্পের বাণিজ্য চাপের মুখে জাপানের প্রধানমন্ত্রীর কড়া বার্তা
বিএনপি-জামায়াতে ইসলামীর ১২ নেতা-কর্মীকে আটক
সিলেটে বিএনপি-জামায়াতে ইসলামীর ১২ নেতা-কর্মীকে আটক করে পুলিশ। গত তিনদিন অবরোধে পিকেটিংকালে তাদেরকে আটক করা হয়। আটককৃ ১২ জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ডিসি উত্তর) আজবাহার আলী শেখ জানান, বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়াই সিলেটে তিন দিন কোনো বড় ধরনের ঘটনা ঘটেনি। অবরোধের নামে নাশকতার অভিযোগে বৃহস্পতিবার ৪ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে দক্ষিণ সুরমায় ১, শাহপরান থানা এলাকায় ২ জন ও জালালাবাদ থানা এলাকায় ১ জন। এর আগে বুধবার বন্দরবাজার থেকে ৬ জনকে আটক করা হয়েছে। তার আগের দিন দক্ষিণ সুরমা থেকে আরো ২ জনকে আটক করা হয়। তাদের সকলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
শেয়ার করুন