ট্রাম্পের বাণিজ্য চাপের মুখে জাপানের প্রধানমন্ত্রীর কড়া বার্তা
সিলেট-ইনোভেটর বইপড়া উৎসব’ এ নাম নিবন্ধনের আহবান
সিলেটের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ইনোভেটরের সদস্যরা সংশ্লিষ্ট শিক্ষকদের সহযোগিতায় শিক্ষার্থীদের বইপড়া উৎসবে রেজিস্ট্রেশনে উদ্ধুদ্ধ করছেন। এ বছর ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত এবং দশম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা পৃথক পৃথক বিভাগে বইপড়া উৎসবে অংশগ্রহণ করবে।
‘জেলা পরিষদ, সিলেট-ইনোভেটর বইপড়া উৎসব’ এ নাম নিবন্ধনের আহবান জানান হয়েছে। ইতোমধ্যে শুরু হওয়া নিবন্ধন কার্যক্রমে শিক্ষার্থীদের ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হচ্ছে। বিগত বছরগুলোর ন্যায় এবারও অনলাইনে এবং অনসাইটে এ রেজিস্ট্রেশন চলছে।
বইপড়া উৎসবের অন্যতম উদ্যেক্তা এবং ইনোভেটরের নির্বাহী সঞ্চালক প্রণবকান্তি দেব জানান, ক্যাম্পাস প্রতিনিধিদের পাশাপাশি অনলাইনেও রেজিস্ট্রেশন করা যাবে। তাছাড়া জিন্দাবাজারস্থ বই বিপনী বিতান বাতিঘরেও রেজিস্ট্রেশন ফর্ম পাওয়া যাবে। তিনি আগ্রহী শিক্ষার্থীদের যথাশীঘ্রই নাম নিবন্ধনের আহবান জানিয়েছেন।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
শেয়ার করুন