মা দিবসে মায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে ঢালিউড তারকাদের আবেগঘন পোস্ট
কুমরাগাঁও বাসে আগুন, ভাঙচুর
সিলেটের কুমরাগাঁও এলাকায় একটি বাস ভাঙচুর করে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
শনিবার (২৫ নভেম্বর) সন্ধা সাড়ে ৭ টার দিকে কুমারগাঁও বাস স্ট্যান্ডের পাশে দাঁড়িয়ে থাকা জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের বাসটিতে তখন কোনো যাত্রী ছিলোনা।
স্হানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সন্ধ্যায় কে বা কারা দাঁড়িয়ে থাকা একটি বাসের দরজা-জানালা ভাঙচুর করে তাতে আগুন দেয়। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে বাসের ভেতরে বেশ কয়েকটি সিট পুড়ে গেছে।
ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্হল পরিদর্শন করেন, সিলেট মহানগর পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা।
বাসে আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন জালালাবাদ থানার ওসি (তদন্ত) মো: খালেদ মামুন। তিনি বলেন, দুর্বৃত্তরা একটি বাসে ভাঙচুর চালিয়ে তাতে আগুন ধরিয়ে দেয়। আমরা খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্হলে যাই। স্থানীয় বাসিন্দারা আগুন নিয়ন্ত্রণ করেন। যে বা যারা এ ঘটনা ঘটিয়েছে তাদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
সিলেট মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ বলেন, যে বা যারা এঘটনা ঘটিয়েছে তাদেরকে খুব দ্রুত আইনের আওতায় নিয়ে আসা হবে।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
শেয়ার করুন