আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় ১৭,০০০ অভিবাসীর বাণিজ্যিক ড্রাইভিং লাইসেন্স বাতিল

        নিউসমের সাবেক চিফ অব স্টাফের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে অভিযোগপত্র দাখিল

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঝড়ের আশঙ্কা, দাবানলে ক্ষতিগ্রস্ত এলাকায় সরিয়ে নেওয়ার নির্দেশ

        ট্রাম্পের স্বাক্ষরে যুক্তরাষ্ট্রের ইতিহাসের দীর্ঘতম শাটডাউন সমাপ্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৪ বছর বয়সী কিশোরীকে খুঁজছে পরিবার

        লস এঞ্জেলেসে আসছে টানা বৃষ্টি ও শীতল আবহাওয়া: বায়ুমণ্ডলীয় নদী ঝড়ের পূর্বাভাস

        জরুরি সতর্কতা বার্তা ছড়িয়ে পড়ল পুরো লস এঞ্জেলেস কাউন্টিতে

        ই. জিন ক্যারল মামলার রায় বাতিল করতে সুপ্রিম কোর্টে গেছেন প্রেসিডেন্ট

        যুক্তরাষ্ট্রে সরকার পুনরায় চালুর পথে: সেনেট পাস করল গুরুত্বপূর্ণ অর্থায়ন বিল

        ক্যালিফোর্নিয়ায় নতুন ড্রাইভিং লাইসেন্স: রেডউড, পপি ফুল আর আধুনিক প্রযুক্তির মেলবন্ধন

        সরকারি অচলাবস্থায় যুক্তরাষ্ট্রে পাঁচ হাজারের বেশি ফ্লাইট বাতিল ও বিলম্বিত

        নাভিদ ইমতিয়াজ চৌধুরী: বাংলাদেশের অন্যতম গিটার পিকআপ এনডোর্সড শিল্পী

        মার্কিন ইতিহাসে দীর্ঘতম সরকারী শাটডাউন: অচলাবস্থার কারণ ও পরবর্তী ধাপ

        পোর্ট হুয়েনিমেতে পার্টিতে ছুরিকাঘাত, দুই কিশোরী হাসপাতালে

        নর্থরিজে বান্ধবীকে জিম্মি করে রাখার অভিযোগে পুলিশের গুলিতে আহত যুবক গ্রেপ্তার

        ক্যালিফোর্নিয়ায় ‘প্রপ ৫০’ পাস, ডেমোক্র্যাটদের জন্য নতুন পাঁচটি আসন নিশ্চিত

        ৪৩ বছর ভুল সাজা ভোগের পর মুক্ত ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তির যুক্তরাষ্ট্রে নির্বাসন স্থগিত

        নিউইয়র্কের নতুন মেয়র মামদানির ঐতিহাসিক জয়, কিন্তু সামনে কঠিন চ্যালেঞ্জ

        কেনটাকিতে ইউপিএস কার্গো প্লেন বিধ্বস্ত, নিহত কমপক্ষে ৭ জন

        'খেলার নিয়ম বদলে গেছে', প্রপ ৫০ জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী: গ্যাভিন নিউজম

দক্ষিণ সুরমা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

দক্ষিণ সুরমা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট নাসির উদ্দিন খান বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান এমপি হাবিবুর রহমান হাবিবকে পুনরায় নির্বাচিত করতে নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। জননেত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, এই ধারাবাহিকতা রক্ষা করতে নৌকা মার্কার প্রার্থীর বিজয়ের বিকল্প নেই।

তিনি তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদেরকে বর্তমান সরকারের উন্নয়ন জনগণের মধ্যে তুলে ধরে নৌকা প্রতীকের পক্ষে কাজ করার আহ্বান জানান।

শনিবার (০২ ডিসেম্বর) সন্ধ্যায় দক্ষিণ সুরমা চন্ডিপুলস্থ এমপির কার্যালয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হাবিবুর রহমান হাবিব এমপি আবারো দলীয় মনোনয়ন লাভ করায় দক্ষিণ উপজেলা আওয়ামী লীগ আয়োজিত বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান।

দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আহমদ ও যুগ্ম সাধারণ সম্পাদক বদরুল ইসলামের যৌথ পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সিলেট-৩ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত এমপি প্রার্থী হাবিবুর রহমান হাবিব এমপি।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এডভোকেট নিজাম উদ্দিন পিপি, সহ সাধারণ সম্পাদক কবির উদ্দিন আহমদ, কোষাধ্যক্ষ শমসের জামান, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক হাজী ফারুক আহমদ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এডভোকেট সালেহ আহমদ হিরা, উপ-প্রচার সম্পাদক মতিউর রহমান মতি, সদস্য শহিদুর রহমান শাহীন, এডভোকেট বদরুল ইসলাম জাহাঙ্গীর, সাবেক সদস্য মইনুল ইসলাম।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি রাজ্জাক হোসেন, বীর মুক্তিযোদ্ধা আলফাজ উদ্দিন, আজির উদ্দিন, আব্দুস সালাম, শাহ আলী রাজা, রফিকুর রহমান, আব্দুর রব, যুগ্ম সম্পাদক আব্দুল আহাদ, বশির আলী, সাংগঠনিক সম্পাদক নেছার আলী, কামাল উদ্দিন রাসেল, তোয়াজিদুল হক তুহিন চেয়ারম্যান, মোগলাবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শানর মিয়া, যুগ্ম সম্পাদক সেলিম আহমদ, আব্দুল জব্বার, দাউদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান, সাধারণ সম্পাদক আতিকুল হক চেয়ারম্যান, লালাবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বুলবুল আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক এডভোকেট মুহিত হোসেন, মোল্লারগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুমিন হোসেন, সাধারণ সম্পাদক জবরুল ইসলাম জগলু, সিলাম ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক আব্দুল হাই আতিক মাষ্টার, যুগ্ম আহ্বায়ক আবু সাঈদ জুবেরী সাদ, জালালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালিক, সাধারণ সম্পাদক- ইউপি চেয়ারম্যান ওয়েছ আহমদ, কামাল বাজার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনোয়ার আলী, সাধারণ সম্পাদক আবুল হোসেন, তেতলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল বাসিত রানা, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি বেদেনা বেগম, সাধারণ সম্পাদক হালিমা বেগম, জেলা তাতী লীগের ভারপ্রাপ্ত সভাপতি, সিলাম ইউপি চেয়ারম্যান শাহ ওলিদুর রহমান, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আশিক আলী, উপজেলা শ্রমিক লীগের সভাপতি আনোয়ার আলী মাষ্টার, সাধারণ সম্পাদক আব্বাস উদ্দিন, জাতীয় শ্রমিক লীগের দক্ষিণ সুরমা উপজেলা কার্যকারী সভাপতি কিবরিয়া আহমদ অপু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক জয়ন্ত গোস্বামী, উপজেলা তাতী লীগের সভাপতি রুহুল ইসলাম।

সভায় উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক আলী আহমদ, দপ্তর সম্পাদক সুজন উদ্দিন খান, ধর্ম বিষয়ক সম্পাদক ইসমাঈল আলী বাচ্চু, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাসুক আহমদ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জালাল উদ্দিন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ফারুক আহমদ, মহিলা বিষয়ক সম্পাদক রহিমা বেগম, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান, যুব ও ক্রীড়া সম্পাদক মিসাবাহ আহমদ তালুকদার, শিক্ষা ও মানব সম্পাদক বিষয়ক সম্পাদক সুরঞ্জিত দাস, শ্রম বিষয়ক সম্পাদক পংকী মিয়া, সাংস্কৃতিক সম্পাদক অরুণ দেবনাথ সাগর, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক কামরুল ইসলাম রাসেল, সহ দপ্তর সম্পাদক ছদরুল ইসলাম, সহ প্রচার সম্পাদক মাহমুদুল হাসান বাবলু, কোষাধ্যক্ষ রফিক আহমদ, সদস্য নুরুজ্জামান, লিয়াকত আলী, কালাম হোসেন, আনা মিয়া, আমিরুল ইসলাম ওয়েছ, আব্দুল আহাদ ইসলাম, আব্দুস সালাম সোহেল, নজরুল ইসলাম, আতিকুল হক শিপন, সাবেক চেয়ারম্যান ইকরাম হোসেন বকত, কয়েছ আহমদ, লায়েক আহমদ জিকু, সালেহ আহমদ শাহীন, সুমন আহমদ তালুকদার, খিজির খান, বুরহান উদ্দিন, জামাল উদ্দিন, এডভোকেট মিছবাউর রহমান আলম, ফুরুক মিয়া, মিসবাহ উদ্দিন, যুবলীগ নেতা ফারুক আহমদ, জাকির আহমদ, বদরুল ইসলাম তুহিন প্রমুখ।

 এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত