আন্তজার্তিক প্রতিবন্ধী দিবস পালিত
সারা দেশের ন্যায় সিলেটে ৩২তম আন্তজার্তিক ও ২৫তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে।
‘প্রতিবন্ধী ব্যক্তির সাথে সম্মিলিত অংশগ্রহণ, নিশ্চিত করবে এসডিজি অর্জন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রবিবাবর (৩ ডিসেম্বর) সকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এক বর্ণাঢ্য র্যালী বের হয়।
র্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কবি নজরুল অডিটরিয়ামে গিয়ে শেষ হয়। পরে আলোচনা সভা ও সহায়ক উপকরণ সামগ্রী বিতরণ করা হয়।
সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এএসএম কাসেমের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার দেবজিৎ সিংহ।
জেলা সমাজসেবা কার্যালয়, সিলেট এর উপপরিচালক আব্দুর রফিকের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় সমাজসেবা কার্য্যালয়ের পরিচালক মোহাম্মদ শহীদুল ইসলাম, সিলেটের সিভিল সার্জন ডা. মনিসর চৌধুরী, উপ পুলিশ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ, সিলেট জেলা অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজা আক্তার।
আমন্ত্রিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন গ্রামীন জনকল্যাণ সংসদ কর্মসূচী সমন্বয়কারী জামিল চৌধুরী, বিশিষ্ট সাংবাদিক ও কলামিষ্ট আফতাব চৌধুরী, আবদুল জব্বার জলিল ট্রাস্ট এর সভাপতি আবদুল জব্বার জলিল।
সমাজ সেবা অফিসার লুৎফর রহমানের পরিচালনায় বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বক্তব্য রাখেন সরকারি টিচার্স ট্রেনিং কলেজের প্রভাষক মাহবুবুর রহমান রনি, গ্রীন ডিসএ্যাবল ফাউন্ডেশন সিলেটের নির্বাহী পরিচালক বায়োজিদ খান, সমাজ ভিত্তিক প্রতিবন্ধী শীর্ষ সংস্থার সাধারণ সম্পাদক পল্লব শাহ, রহমানিয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশন সভাপতি আতাউর রহমান খান সমছু ।
এসময় উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন সমাজ সেবা সিলেট বিভাগীয় কার্য্যালয়ের উপ পরিচালক নিবাস রঞ্জন দাস, জেলা সমাজসেবা কার্য্যারয়ের সহকারী পরিচালক নাজিম উদ্দিন, রফিকুল হক সহ বিভিন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারী বৃৃন্দ।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
শেয়ার করুন