আপডেট :

        রাশিয়ার পরিবহনমন্ত্রীকে অপসারণ করলেন পুতিন

        ঐতিহাসিক মুহূর্ত: জেনিফার সাইমনস সুরিনামের প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে মনোনীত

        শ্রীলঙ্কার ওয়ানডে সিরিজের দল ঘোষণা: দুই মালিঙ্গার জোড়া হুমকি

        মালয়েশিয়ার আকাশে অদ্ভুত পরীর আবির্ভাব: রহস্যের জালে ঘেরা গল্প

        ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস, ৭ অঞ্চলে পাহাড়ধসের সম্ভাবনা

        শিক্ষা উপদেষ্টার পরামর্শ: কারিগরি শিক্ষায় জোর দিন

        ফিলিস্তিনি রাষ্ট্রদূত ও হেফাজত আমিরের বৈঠক: শান্তি প্রতিষ্ঠায় সহযোগিতার প্রতিশ্রুতি

        বিশ্ব বাণিজ্যে ট্রাম্পের নতুন পদক্ষেপ: কমছে স্বর্ণের দাম

        ফলের রস না স্মুদি: কোনটি আপনার সকালকে করবে আরও স্বাস্থ্যকর?

        লালনশিল্পী ফরিদা পারভীনের চিকিৎসা: ছেলে চাইলেন সকলের দোয়া

        এশিয়ান কাপের ইতিহাস গড়ে নারী ফুটবল দলকে মধ্যরাতে বাফুফের সংবর্ধনা

        ইলন মাস্কের দল নিয়ে ট্রাম্পের বিদ্রূপ: ‘হাস্যকর’ বলে উড়িয়ে দিলেন

        আসন্ন নির্বাচন: পুলিশের প্রস্তুতি নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার ঘোষণা

        ট্রাম্পের বাণিজ্য চাপের মুখে জাপানের প্রধানমন্ত্রীর কড়া বার্তা

        “ফরিদপুরে এ.কে. আজাদ বাড়িতে বিএনপি মিছিল নিয়ে চড়াও, গণসংহতি আন্দোলনের তীব্র প্রতিবাদ

        ক্লাব বিশ্বকাপে খেলায় Musiala ইনজুরিতে পরাজিত বায়ার্ন — PSG সেমিতে জয়ী

        করোনা ও ডেঙ্গুর সংক্রমণ বাড়ছে: একদিনে ২৯৪ ডেঙ্গু রোগী শনাক্ত, একজনের মৃত্যু

        “সাইফুল হক: রাজনৈতিক মতপার্থক্যের মধ্যেও জাতীয় ঐক্য বজায় রাখতে হবে”

        পাওয়ার প্লেতে ব্যাটিং-ঝড় তোলায় দম বন্ধ করা পরিবেশ

        কার ওপর ক্ষোভ ঝাড়লেন শ্রীলেখা

দেশ এগিয়ে যাবে শেখ হাসিনার নেতৃত্বেই

দেশ এগিয়ে যাবে শেখ হাসিনার নেতৃত্বেই

সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও সিলেট-২ আসনের নৌকার মনোনীত প্রার্থী শফিকুর রহমান চৌধুরী বলেছেন, সকল বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে নৌকার পক্ষে কাজ করতে হবে। সিলেট-২ আসনে দীর্ঘ ১০ বছর পর আবারও নৌকার প্রার্থী দেওয়া হয়েছে। তাই আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সিলেট-২ আসন উপহার দিবো।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) বিশ্বনাথ ও ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের পৃথক বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের মহাসড়কে দেশ যখন এগিয়ে চলেছে, তখন একটি কুচক্রিমহল বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। দেশের উন্নয়নের স্বার্থে আওয়ামী লীগ সরকারের আর পেছনে ফিরে তাকানোর সময় নেই। শেখ হাসিনার নেতৃত্বেই দেশ এগিয়ে যাবে। তিনি আছেন বলেই বাংলাদেশ আজ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে।

প্রধান বক্তার বক্তব্যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন খান দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।

তিনি বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ব শেখ হাসিনার নির্দেশনায় ডিজিটাল বাংলাদেশ থেকে উন্নত সমৃদ্ধশালী স্মার্ট বাংলাদেশ রুপান্তরকল্পে এবং সিলেট-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শফিকুর রহমান চৌধুরীর বিজয় সুনিশ্চিত করতে সুনির্দিষ্ট ও পরিকল্পনা অনুসারে প্ল্যান সাজাচ্ছে সিলেট জেলা আওয়ামী লীগ। এজন্য জোরালোভাবে কাজ করতে হবে বলে সভায় তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের নির্দেশ দেন। একইসঙ্গে উপজেলার বিভিন্ন ইউনিয়নে সভা-সমাবেশেরও একটি পরিকল্পনা করে কমিটি গঠন করতে বলেন।

বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহ আসাদুজ্জামানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফারুক আহমেদের পরিচালনায় এবং ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলুর পরিচালনায় পৃথক বিশেষ বর্ধিত সভায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, সিলেট জেলা আওয়ামী লীগের সহ সভাপতি শাহ ফরিদ আহমদ, শাহ মোশাহিদ আলী, অধ্যক্ষ সুজাত আলী রফিক, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সৈয়দ এপতার হোসেন পিয়ার, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মোহাম্মদ সাকির আহমদ শাহিন, সদস্য ফিরোজ আলী।

অন্যদের মাঝে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, ওসমানীনগর উপজেলা আওয়ামী সহ-সভাপতি ও জেলা আওয়ামী লীগের সদস্য আবদাল মিয়া, ওসমানীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শামীম আহমদ ভিপি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনা মিয়া, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি নেফা মিয়া, আলাওর রহমান, অমরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক ও তাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অরুনোদয় পাল ঝলক, তফজ্জুল হোসেন, সাংগঠনিক সম্পাদক ফেরদৌস খান, গোয়ালাবাজার ইউনিয়ন চেয়ারম্যান পীর মজনু মিয়া, সাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেদ আহমদ মুসা, পশ্চিম পৈলনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. গোলাম রব্বানী চৌধুরী, উসমান পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়ালি উল্লাহ বদরুল, সিলেট জেলা পরিষদের সদস্য হামিদ মিয়া, বালাগঞ্জ ওসমানীনগর এডুকেশন ট্রাস্টের সাবেক সভাপতি আনহার মিয়া, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নাজমুল ইসলাম মুন্না, কৃষি বিষয়ক সম্পাদক মনসুর আহমদসহ ৮টি ইউনিয়নের ও ৭২টি ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। এদিকে বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সামছু মিয়া, হিরণ মিয়া, আসাদুজ্জামান, সেলিম আহমদ, জুবেদুর রহমান, দপ্তর সম্পাদক শাহিদুর ইসলাম, মকদ্দুস আলী, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহমদ, আইন সম্পাদক গিয়াস উদ্দিন, ত্রান বিষয়ক সম্পাদক আব্দুল মতিন, শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শামীম আহমদ, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক রন চন্দ্র ধর, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রনু কান্ত দে, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহ খাওয়াত হোসেন, সহ দপ্তর সম্পাদক নুরুল হক, সদস্য কাউন্সিলর ফজর আলী, প্যানেল মেয়র ও সদস্য রফিক হাসান সহ ৮টি ইউনিয়নের ও ১টি পৌরসভার প্রতিটি ওয়ার্ডের সভাপতি এবং সাধারণ সম্পাদক সহ সদস্যবৃন্দ এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

  এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত