দক্ষিণ সুরমায় বাসে আগুন
সিলেটের দক্ষিণ সুরমায় একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (৬ ডিসেম্বর) রাত আনুমানিক সাড়ে ৮ টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায় নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কদমতলী বাস টার্মিনালের পাশে যমুনা মার্কেটের সামনে একটি মিনিবাস দাঁড় করিয়ে রেখে চালক ও হেল্পার পাশে চা নাস্তা করতে গিয়েছিলেন। হঠাৎ কে বা কারা বাসটিতে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত পালিয়ে যান।
পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে কিছু সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণ করে। এ ঘটনায় কেউ হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের দক্ষিণ সুরমা থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) শামসুদ্দোহা।
এ ব্যাপারে সিলেট মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার সোহেল রেজা (দক্ষিণ) বিষয়টি নিশ্চিত করে বলেন, কেউ আহত হন নি বা কাউকে আটক করাও সম্ভব হয়নি। তবে দুর্বৃত্তদের ধরতে অভিযান চলছে।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
শেয়ার করুন