আপডেট :

        শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী উল্লেখ করে সংবাদ , পত্রিকা অফিসে আগুন

        সেনা-স্থাপনায় হামলা, অস্বীকার পাকিস্তানের

        আওয়ামী লীগের বিষয়ে ফয়সালা

        জম্মু বিমানবন্দরে বিস্ফোরণ

        জন্ম নিচ্ছে ৬ হাজার শিশু

        ডিমের দাম বাড়ছে, কিন্তু মুরগি পালন কি সত্যিই সাশ্রয়ী? অভিজ্ঞ খামারিদের মতামত

        থ্রি ডোরস ডাউন ব্যান্ডের ব্র্যাড আর্নল্ডের স্টেজ-৪ ক্যানসার, সামার ট্যুর বাতিল

        গ্রিনল্যান্ডে গুপ্তচরবৃত্তি: মার্কিন রাষ্ট্রদূতকে তলব করলো ডেনমার্ক

        লিবিয়ায় অভিবাসীদের বহিষ্কার পরিকল্পনা সাময়িকভাবে স্থগিত করলেন মার্কিন বিচারক

        কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে প্রো-প্যালেস্টাইন বিক্ষোভে পুলিশের অভিযান, বহু শিক্ষার্থী আটক

        চলন্ত ট্রেনের ছাদ থেকে তরুণকে ফেলে দেয় ছিনতাইকারীরা

        ট্রাম্পের বিলাসবহুল ডিনারে মাথাপিছু দেড় মিলিয়ন ডলার সংগ্রহ করা হয়

        দুই কার্গো এলএনজি আমদানির প্রস্তাব অনুমোদন করা হয়েছে

        ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচেও বড় জয় পেয়েছে বাংলাদেশ ‘এ’ দল

        এই হামলাকে কাপুরুষোচিত বলে উল্লখে করেছেন পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির ও মাহিরা খান

        স্কুলে আশ্রয় নিয়েও রক্ষা পাচ্ছে না বাস্ত্যুচ্যুতরা, ইসরায়েলি হামলায় নিহত ১৫

        মার্কিন অভ্যন্তরীণ ফ্লাইটে এখন থেকে রিয়েল আইডি বাধ্যতামূলক

        সরকারি চাকরি ফিরে পাচ্ছেন জিয়া পরিবারের সদস্য ডা. জোবাইদা রহমান

        আগুন নিয়ে খেলছে ভারত

        ভারত-পাকিস্তানের উত্তেজনাকর পরিস্থিতিতে বাংলাদেশের উদ্বেগ

আমার বইয়ে গীতিকবি গোপীচাঁদ সিংহের কবিতা সংযুক্ত করেছি

আমার বইয়ে গীতিকবি গোপীচাঁদ সিংহের কবিতা সংযুক্ত করেছি

বর্ষীয়ান শিক্ষাবিদ, লেখক, গবেষক ও সমাজকর্মী ড. প্রভাত কুমার সিনহা বলেছেন, শ্রীহট্ট বা সিলেটের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি অনেক সমৃদ্ধ। যা গোটা বিশ্বে ছড়িয়ে থাকা সিলেটিদের সব সময় গর্বিত করবে। তবে দেশ ভাগের কারণে মাঝখানে সীমানা দেয়াল তৈরী হওয়ায় এতে কিছুটা বিচ্যুতি তৈরী হয়েছে। এই বিচ্যুতি কাটিয়ে উঠার লক্ষ্যে এতদঞ্চলের ভাষা-সংস্কৃতির উন্নয়নে কাজ করে যেতেই হবে আমাদের।

তিনি বলেন, সিলেটের মানুষ সব সময়ই দেশ-জাতির অধিকার আদায়ের আন্দোলনে শুধু সোচ্চার নয়, নেতৃত্ব দিয়ে গেছেন। আর এসব আন্দোলনে বাঙালি জনগোষ্ঠীর পাশাপাশি মণিপুরী সমাজসহ অন্যান্য ক্ষুদ্র জনগোষ্ঠীর ভূমিকা ছিল উল্লেখযোগ্য। বৃটিশ বিরোধী আন্দোলন, রেফারেন্ডাম, বায়ান্নের ভাষা আন্দোলন, একাত্তরের মহান মুক্তিযুদ্ধ ও পরবর্তী সকলগণ আন্দোলনের মণিপুরীসহ অন্যান্য জনগোষ্ঠীর ভূমিকা ছিল প্রশংসনীয়। কিন্তু সেই ইতিহাস ক্রমেই বিস্মৃত হয়ে পড়ছে গভীর অনুসন্ধান ও গবেষণার অভাবে। এজন্য আন্দোলন-সংগ্রামের প্রকৃত ইতিহাস উদ্ধার ও সংরক্ষণে আরোও অনুসন্ধান ও গবেষণা জরুরি।

মণিপুরী সমাজকল্যাণ সমিতি, সিলেট জেলা শাখা আয়োজিত প্রকাশনা ও সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন।

ড. প্রভাত কুমার সিনহা বই লিখার সময়কার জার্নি, গবেষণার কথা উল্লেখ করে বলেন, আমার বইয়ে গীতিকবি গোপীচাঁদ সিংহের কবিতা সংযুক্ত করেছি। গোকূলানন্দ ও গীতিকবি গোপীচাঁদ সিংহ বাংলাদেশের সিলেটের কৃতি সন্তান। তিনি বলেন, সিলেটের এমসি কলেজ একটি প্রখ্যাত বিদ্যাপিঠ। এই প্রতিষ্ঠানে লেখাপড়া করা লোকজনই এক সময় আসাম তথা ভারতের সমাজ-রাজনীতিতে ব্যাপক ভূমিকা রেখেছিলেন।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট ওসমানী মেডিকেল কলেজের সাবেক উপাধ্যক্ষ, মণিপুরি সমাজকল্যাণ সমিতি সিলেট জেলা শাখার প্রধান উপদেষ্টা ডা. নন্দকিশোর সিংহ।

তিনি তার বক্তব্যে বলেন, সিলেটের প্রকৃত আন্দোলন সংগ্রামের ইতিহাস ক্রমেই উঠে আসছে, আরো উঠে আসা জরুরি। তিনি বলেন, এসব আন্দোলনের প্রকৃত ইতিহাস তুলে আনলে দেশ মাতৃকা ও বৃহত্তর জাতির আন্দোলন সংগ্রামে বিষ্ণুপ্রিয়া মণিপুরীদের অবদানের কথা ইতিহাসের পরতে পরতে উঠে আসবে। এজন্য ড. প্রভাত সিংহের মত প্রতিভাবান ব্যক্তিদের অনুসন্ধান-গবেষণা জরুরি।

ডা. নন্দকিশোর সিনহা আরো বলেন, লেখক ড. প্রভাত কুমার সিনহার বই মুক্ত চিন্তার বিকাশ ঘটাবে। এজন্য তিনি লেখককে সাধুবাদ জানান।

সিলেট জেলা প্রেসক্লাব মিলনায়তনে মণিপুরী সমাজকল্যাণ সমিতি সিলেট জেলা শাখার সভাপতি রোটারিয়ান সমাজসেবী নির্মল কুমার সিংহের সভাপতিত্বে মণিপুরী সমাজকল্যাণ সমিতি, সিলেট জেলা শাখার আয়োজনে বুধবার রাতে এই প্রকাশনা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মোড়ক উন্মোচন করা হয় ড. প্রভাত কুমার সিনহা‘র লেখা গবেষণাধর্মী তিনটি গ্রন্থ- ‘Reflection On Bishnupriya Manipuris’, ‘Bishnupriya Manipuris On Socio Political Crossroads’, ‘An Abbreviated Philosophy Of Geetiswami Gokulananda Sinha with Kalaguru Bishnuprasad Rabha’ মণিপুরি সমাজকল্যাণ সমিতি সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক সংগ্রাম সিংহের সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক শাহ দিদার আলম চৌধুরী নবেল।

সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক শাহ দিদার আলম চৌধুরী নবেল তার বক্তব্যে বলেন, সেই বৃটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে দেশ ও জাতির সকল অধিকার আদায়ের আন্দোলনে মণিপুরীদের ভূমিকা ইতিহাস বিদিত। সিলেটের সংস্কৃতি, ঐতিহ্য উজ্জল করে রাখতেও মণিপুরীদের অসামান্য অবদান রয়েছে। এখানে সরকারী-বেসরকারী অধিকাংশ অনুষ্ঠানের সূচনা হয় মণিপুরী নৃত্য দিয়েই। আমরা গণমাধ্যমকর্মীরাও রাসলীলাসহ তাদের সকল অনুষ্ঠান, আয়োজন অত্যন্ত গুরুত্বের সাথে প্রচার, প্রকাশ করে থাকি।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

 

শেয়ার করুন

পাঠকের মতামত