সিলেট-চট্টগ্রাম সরাসরি ইউএস বাংলা এয়ারলাইন্সের বিমান চলাচল শুরু
সিলেট সাথে চট্টগ্রামের সরাসরি বিমান চলাচল শুরু হয়েছে। শুক্রবার বেসরকারি বিমান ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটের মাধ্যমে দীর্ঘদিনের দাবির আংশিক বাস্তবায়ন হল। এই রুটে বিমান চলাচলের জন্যে সরকারের কাছে দাবি জানিয়ে আসছিলেন পর্যটকরা। সরকারি না হলেও বেসরকারি উদ্যোগে চট্টগ্রামের সাথে বিমান সংযোগ স্থাপিত হল।
শুক্রবার বেসরকারি উড়োজাহাজ কোম্পানি ইউএস বাংলা উদ্যোগে সকাল ৯টা ২০ মিনিটে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইটটি যাত্রা শুরু করে। ৭৬ জন যাত্রী নিয়ে ফ্লাইটটি সকাল ১০টা ৫ মিনিটে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
ইউএস বাংলা এয়ারলাইন্সের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, যাত্রী পেলে এখন থেকে নিয়মিত সিলেট-চট্টগ্রাম রুটে বিরতিহীন ফ্লাইট চালু রাখা হবে।
বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেননের কাছে পর্যটন ব্যবসায়ীরা দাবি জানিয়েছিলেন এই রুটে সরাসরি ফ্লাইট চালু করার জন্য। যুক্তি হিসেবে তারা দেখিয়েছিলেন উত্তরপূর্ব ভারতের ৭টি রাজ্যের পর্যটকদের আশেপাশে কোন সমুন্দ্র নেই। সিলেট হয়ে চট্টগ্রাম গিয়ে সমুদ্র দেখার সহজ ব্যবস্থা থাকলে বিপুল পর্যটক এদিকে আসবে।
পর্যটনমন্ত্রী এই রুটে বিমানের ফ্লাইট চালুর আশ্বাস দিলেও কবে নাগাদ তা বাস্তবায়ন করা হবে না নিশ্চিত নয়।
শেয়ার করুন