২০১৫ সালের মামলা থেকে মুক্তি পেলেন খালেদা জিয়া, কুমিল্লায় আদালতের রায়
মুসল্লিদের কাছে দোয়া চাইলেন শফিক চৌধুরী
সিলেটের বিশ্বনাথ উপজেলার ঐতিহ্যবাহী বড় খুরমা জামে মসজিদে জুম্মার নামাজ আদায় শেষে মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেছেন সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও সিলেট-২ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী শফিকুর রহমান চৌধুরী।
শুক্রবার (২২ ডিসেম্বর) বিশ্বনাথ উপজেলার অলংকারী ইউনিয়নের ঐ মসজিদে পবিত্র জুম’আর নামাজ আদায় করেন শফিকুর রহমান চৌধুরী।
নামাজ শেষে কুশল বিনিময় করে জানান, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিশ্বনাথ-ওসমানীনগর (সিলেট-২) আসনে তিনি আওয়ামী লীগের প্রার্থী। প্রার্থী হিসেবে তিনি মুসল্লিদের কাছে দোয়া ও সহযোগিতা চান।
পাশাপাশি দুই উপজেলার প্রত্যেকটি এলাকাকে উন্নয়নের সর্বোচ্চ শিখরে নিয়ে যেতে এবং সকলের পাশে থেকে কাজ করে যাওয়ার প্রতিশ্রতি ব্যক্ত করেন শফিক চৌধুরী।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
শেয়ার করুন