আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় ১৭,০০০ অভিবাসীর বাণিজ্যিক ড্রাইভিং লাইসেন্স বাতিল

        নিউসমের সাবেক চিফ অব স্টাফের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে অভিযোগপত্র দাখিল

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঝড়ের আশঙ্কা, দাবানলে ক্ষতিগ্রস্ত এলাকায় সরিয়ে নেওয়ার নির্দেশ

        ট্রাম্পের স্বাক্ষরে যুক্তরাষ্ট্রের ইতিহাসের দীর্ঘতম শাটডাউন সমাপ্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৪ বছর বয়সী কিশোরীকে খুঁজছে পরিবার

        লস এঞ্জেলেসে আসছে টানা বৃষ্টি ও শীতল আবহাওয়া: বায়ুমণ্ডলীয় নদী ঝড়ের পূর্বাভাস

        জরুরি সতর্কতা বার্তা ছড়িয়ে পড়ল পুরো লস এঞ্জেলেস কাউন্টিতে

        ই. জিন ক্যারল মামলার রায় বাতিল করতে সুপ্রিম কোর্টে গেছেন প্রেসিডেন্ট

        যুক্তরাষ্ট্রে সরকার পুনরায় চালুর পথে: সেনেট পাস করল গুরুত্বপূর্ণ অর্থায়ন বিল

        ক্যালিফোর্নিয়ায় নতুন ড্রাইভিং লাইসেন্স: রেডউড, পপি ফুল আর আধুনিক প্রযুক্তির মেলবন্ধন

        সরকারি অচলাবস্থায় যুক্তরাষ্ট্রে পাঁচ হাজারের বেশি ফ্লাইট বাতিল ও বিলম্বিত

        নাভিদ ইমতিয়াজ চৌধুরী: বাংলাদেশের অন্যতম গিটার পিকআপ এনডোর্সড শিল্পী

        মার্কিন ইতিহাসে দীর্ঘতম সরকারী শাটডাউন: অচলাবস্থার কারণ ও পরবর্তী ধাপ

        পোর্ট হুয়েনিমেতে পার্টিতে ছুরিকাঘাত, দুই কিশোরী হাসপাতালে

        নর্থরিজে বান্ধবীকে জিম্মি করে রাখার অভিযোগে পুলিশের গুলিতে আহত যুবক গ্রেপ্তার

        ক্যালিফোর্নিয়ায় ‘প্রপ ৫০’ পাস, ডেমোক্র্যাটদের জন্য নতুন পাঁচটি আসন নিশ্চিত

        ৪৩ বছর ভুল সাজা ভোগের পর মুক্ত ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তির যুক্তরাষ্ট্রে নির্বাসন স্থগিত

        নিউইয়র্কের নতুন মেয়র মামদানির ঐতিহাসিক জয়, কিন্তু সামনে কঠিন চ্যালেঞ্জ

        কেনটাকিতে ইউপিএস কার্গো প্লেন বিধ্বস্ত, নিহত কমপক্ষে ৭ জন

        'খেলার নিয়ম বদলে গেছে', প্রপ ৫০ জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী: গ্যাভিন নিউজম

হাবিবের বিরুদ্ধে দুলালের অভিযোগ

হাবিবের বিরুদ্ধে দুলালের অভিযোগ

সিলেট-৩ আসনের আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের মহাসচিব ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল। তবে মনোনয়ন পাননি তিনি। তার জায়গায় বর্তমান সংসদ সদস্য হাবিবুর রহমানেই আস্থ রেখেছে দলের মনোনয়ন বোর্ড। তবে দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয় প্রার্থীদের স্বতন্ত্র হিসেবে নির্বাচনে বিধি নিষেধ তুলে দিলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে নামেন ডা. দুলাল।

প্রতী বরাদ্ধের বহু আগে থেকেই তৃণমূল কর্মীদের একাংশকে সাথে নিয়ে নির্বাচনী প্রচারণা চালিয়ে আসছিলেন তিনি। তবে সম্প্রতি তার নেতাকর্মীদের হুমকি, প্রচারণায় বাধা, পোস্টার ছিঁড়ে ফেলাসহ একাধিক অভিযোগ তুলেছেন ট্রাক মার্কার এই প্রার্থী। আর অবিয়োগের তীর সিলেট-৩ আসনে নৌকার প্রার্থী হাবিবের দিকে।

ডা. দুলাল বলেন, নৌকার কর্মী সমর্থকরা আমার ট্রাক প্রতীকের নির্বাচনী প্রচারণায় নানাভাবে বাধা দিচ্ছে। পোস্টার সাঁটানো, লিফলেট বিতরণ ও নির্বাচনী কমিটি গঠনে তারা নানাভাবে বাধা দিচ্ছে। আমার কর্মী সমর্থকদের হুমকি দিচ্ছে।

এ বিষয়ে মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুরে সিলেটের একটি অভিজাত পার্টি সেন্টারে সংবাদ সম্মেলন ডাকেন দুলাল।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ডা. দুলাল বলেন, প্রতীক বরাদ্দ ও প্রচারণা শুরুর পর সিলেট-৩ আসনের সর্বস্তরের মানুষ যে অকুন্ঠ সমর্থন দিচ্ছেন, তাতে আমি অভিভূত। তারা আমাকে সমর্থন দিচ্ছেন এবং ট্রাক প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করতে চাইছেন। কিন্তু আমার প্রতিদ্বন্দ্বী নৌকার প্রার্থীর লোকজন প্রধানমন্ত্রীর নির্দেশনাকে অবজ্ঞা করে আমার কর্মীদের সাথে হিংসাত্মক আচরণ করছেন। তারা আমার পোস্টার, ব্যানার ছিঁড়ে ফেলছেন। আমার কর্মীদের নানাভাবে হুমকি দিচ্ছেন। উপ-নির্বাচনে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকে এখন পর্যন্ত দলের নেতাকর্মীদের মিথ্যে মামলায় ফাঁসিয়ে ভীতসন্ত্রস্ত করছেন। নিশ্চিত পরাজয় বুঝতে পেরেই আমার কর্মীদের পেছনে তার কর্মীদের লেলিয়ে দিয়েছেন।

তিনি বলেন, গত ২৩ ডিসেম্বর বালাগঞ্জের পশ্চিম গৌরীপুর ইউনিয়ন থেকে আমার অফিস উদ্বোধন অনুষ্ঠানে আসার পথে গাড়ি থেকে আমার কর্মীদের নামিয়ে দেয় স্থানীয় দুই ইউপি সদস্য। তারা তাদের আমার পক্ষে কাজ না করতে হুমকি দেয়। একই দিনে ফেঞ্চুগঞ্জের উত্তর কুশিয়ারা ইউনিয়নের পাঠানচক গ্রামে আমার ব্যানার লাগাতে দেয়নি নৌকার কর্মীরা। ঘিলাছড়া ইউনিয়নের মোকামেরতল বাজারে আমার নির্বাচনী কার্যালয়ে ঢুকে পোস্টার ছিঁড়ে ফেলে। জালালপুরে দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি ও নৌকার প্রার্থীর বিশ্বস্ত হিসেবে পরিচিত মীর মতিউর রহমান আমার কর্মীদের প্রকাশ্যে হুমকি-ধমকি দিচ্ছে।

তিনি বলেন, এসব ঘটনা আমি রিটার্নিং অফিসার ও সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের লিখিতভাবে জানিয়েছি। সার্বিক পরিস্থিতি নিয়ে আমি উদ্বিগ্ন। নৌকা প্রার্থী ও তার কর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে আমার বিরুদ্ধে মিথ্যাচার করছেন।

তিনি আরও বলেন, সিলেট-৩ আসনকে একটি স্বয়ংসম্পূর্ণ এবং সবক্ষেত্রে সমৃদ্ধ নির্বাচনী এলাকায় রূপান্তরিত করাই হবে আমার লক্ষ্য। তবে নৌকার কর্মী সমর্থকরা সার্বিক নির্বাচনী পরিবেশ বিনষ্টের কারণে ও তার ট্রাক প্রতীকের ভোটারদেরকে ভোটকেন্দ্রে না আসতে ভিতি প্রদর্শনের কারণে উদ্বেগ প্রকাশ করেন।

 এলএবাংলাটাইমস/আইটিএলএস

 

শেয়ার করুন

পাঠকের মতামত