২০১৫ সালের মামলা থেকে মুক্তি পেলেন খালেদা জিয়া, কুমিল্লায় আদালতের রায়
অবৈধভাবে বালু উত্তোলন
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার কালাইরাগাঁও নতুন বাজারের পাশ থেকে ইজারা বহির্ভূত জায়গায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের ও ৩ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া ফেরদৌস বিষয়টি নিশ্চিত করেছেন।
গত সোমবার (২৫ ডিসেম্বর) রাত সাড়ে ১১টায় উপজেলা সহকারী কমিশনারের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে স্থানীয় নুর মিয়াকে ১ লাখ টাকা এবং সামসুদ্দিন, লিটন, ইলিয়াস মিয়া ও কমর উদ্দিনকে ৫০ হাজার করে মোট ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। তারা ট্রাক্টর দিয়ে অবৈধভাবে বালু পরিবহন করছিলেন।
খোঁজ নিয়ে জানা গেছে, কালাইরাগ-নতুন বাজারের আশপাশ এলাকা থেকে রাতের আঁধারে অবৈধভাবে ফেলুডারের মাধ্যমে ট্রাক্টর লোড করে বালু বিক্রি করছে একটি চক্র। ফলে বৃষ্টির সময় পানিতে এ এলাকার ঘর-বাড়ি বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে।
কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া ফেরদৌস বলেন, অবৈধভাবে বালু উত্তোলন করার অপরাধে বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইনে পাঁচজনকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এমন অভিযান অব্যাহত থাকবে।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
শেয়ার করুন