আপডেট :

        ২০১৫ সালের মামলা থেকে মুক্তি পেলেন খালেদা জিয়া, কুমিল্লায় আদালতের রায়

        রাশিয়ার পরিবহনমন্ত্রীকে অপসারণ করলেন পুতিন

        ঐতিহাসিক মুহূর্ত: জেনিফার সাইমনস সুরিনামের প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে মনোনীত

        শ্রীলঙ্কার ওয়ানডে সিরিজের দল ঘোষণা: দুই মালিঙ্গার জোড়া হুমকি

        মালয়েশিয়ার আকাশে অদ্ভুত পরীর আবির্ভাব: রহস্যের জালে ঘেরা গল্প

        ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস, ৭ অঞ্চলে পাহাড়ধসের সম্ভাবনা

        শিক্ষা উপদেষ্টার পরামর্শ: কারিগরি শিক্ষায় জোর দিন

        ফিলিস্তিনি রাষ্ট্রদূত ও হেফাজত আমিরের বৈঠক: শান্তি প্রতিষ্ঠায় সহযোগিতার প্রতিশ্রুতি

        বিশ্ব বাণিজ্যে ট্রাম্পের নতুন পদক্ষেপ: কমছে স্বর্ণের দাম

        ফলের রস না স্মুদি: কোনটি আপনার সকালকে করবে আরও স্বাস্থ্যকর?

        লালনশিল্পী ফরিদা পারভীনের চিকিৎসা: ছেলে চাইলেন সকলের দোয়া

        এশিয়ান কাপের ইতিহাস গড়ে নারী ফুটবল দলকে মধ্যরাতে বাফুফের সংবর্ধনা

        ইলন মাস্কের দল নিয়ে ট্রাম্পের বিদ্রূপ: ‘হাস্যকর’ বলে উড়িয়ে দিলেন

        আসন্ন নির্বাচন: পুলিশের প্রস্তুতি নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার ঘোষণা

        ট্রাম্পের বাণিজ্য চাপের মুখে জাপানের প্রধানমন্ত্রীর কড়া বার্তা

        “ফরিদপুরে এ.কে. আজাদ বাড়িতে বিএনপি মিছিল নিয়ে চড়াও, গণসংহতি আন্দোলনের তীব্র প্রতিবাদ

        ক্লাব বিশ্বকাপে খেলায় Musiala ইনজুরিতে পরাজিত বায়ার্ন — PSG সেমিতে জয়ী

        করোনা ও ডেঙ্গুর সংক্রমণ বাড়ছে: একদিনে ২৯৪ ডেঙ্গু রোগী শনাক্ত, একজনের মৃত্যু

        “সাইফুল হক: রাজনৈতিক মতপার্থক্যের মধ্যেও জাতীয় ঐক্য বজায় রাখতে হবে”

        পাওয়ার প্লেতে ব্যাটিং-ঝড় তোলায় দম বন্ধ করা পরিবেশ

জনগণ যাঁকে ভোট দেবেন, তিনিই নির্বাচিত হবেন: পরিকল্পনামন্ত্রী

জনগণ যাঁকে ভোট দেবেন, তিনিই নির্বাচিত হবেন: পরিকল্পনামন্ত্রী

সুনামগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, জাতীয় পার্টি, তৃণমূল বিএনপিসহ অন্যান্য দলকে আওয়ামী লীগের আসন ‘ছাড়’ দেওয়ার বিষয়ে কথা বলে সাবেক সংসদ সদস্য শাহীনুর পাশা চৌধুরী অপপ্রচার করছেন।

সোমবার (১ জানুয়ারি) জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের কর্মিসভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, ‘শাহীনুর পাশা চৌধুরী মিথ্যা কথা, অসত্য কথা, অন্যায় কথা বলে অপপ্রচার করছেন। জনগণ যাঁকে ভোট দেবেন, তিনিই নির্বাচিত হবেন। তিনি আওয়ামী লীগ সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে এ ধরনের ভয়ানক কথা বলছেন। এ ধরনের কথা বলা ঠিক নয়। এ ধরনের কথার বিচার হওয়া দরকার।’

বিএনপির অপপ্রচারের বিরুদ্ধে জনগণকে সজাগ থাকার আহ্বান জানিয়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, বিএনপির নির্বাচন বর্জনের ডাকে বাংলার মানুষের সাড়া নেই। ৭ জানুয়ারি জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে আসবেন।
এ আসনে তৃণমূল বিএনপির প্রার্থী সাবেক সংসদ সদস্য শাহীনুর পাশা চৌধুরী। অন্য দুই প্রার্থী হলেন জাতীয় পার্টির তৌফিক আলী ও বাংলাদেশ জাতীয় পার্টির (জেপি) তালুকদার মকবুল হোসেন।

রোববার বিকেলে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে জগন্নাথপুর পৌর পয়েন্টে পথসভায় শাহীনুর পাশা চৌধুরী বলেন, জোটের কারণে ৩৬ মন্ত্রী-এমপি নির্বাচনে পরাজিত হতে যাচ্ছেন। এর মধ্যে সুনামগঞ্জ-৩ আসনও (শান্তিগঞ্জ ও জগন্নাথপুর) আছে বলে ইঙ্গিত দেন। এ আসনে নাকি নৌকার ব্যাজ পকেটে লাগিয়ে মানুষ তাঁর সোনালি আঁশ প্রতীকে ভোট দেবেন।

শাহীনুর পাশা চৌধুরী ওই পথসভায় আরও বলেন, এ আসনে তিনি নিশ্চিতভাবে জয়ী হবেন। আসনটি নিশ্চিত করেই তিনি নিজের দল জমিয়তে উলামায়ে ইসলাম ও আলেম-ওলামাদের প্ল্যাটফর্ম ছেড়ে তৃণমূল বিএনপিতে যোগ দিয়েছেন।এ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় নেতা প্রয়াত আবদুস সামাদ আজাদের মৃত্যুর পর ২০০৫ সালের উপনির্বাচনে চারদলীয় জোটের প্রার্থী হন শাহীনুর পাশা চৌধুরী। উপনির্বাচনে তখন আওয়ামী লীগ অংশ নেয়নি। স্বতন্ত্র প্রার্থী, বর্তমান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানকে সামান্য ভোটের ব্যবধানে হারিয়ে দুই বছরের জন্য সংসদ সদস্য হয়েছিলেন শাহীনুর পাশা চৌধুরী। এরপর ২০০৮ ও ২০১৮ সালের নির্বাচনে অংশ নিলেও আর জয়ী হতে পারেননি।

সোমবার জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের কর্মিসভায় বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম। তিনি বলেন, শাহীনুর পাশা চৌধুরী এবার ভোটের মাঠে দেউলিয়া হয়ে গেছেন। জমিয়ত ছেড়ে আসায় কর্মী–সমর্থক না পেয়ে তিনি দিশাহারা।

জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগ সভাপতি আব্দুল মুকিতের সভাপতিত্বে আরও বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সিদ্দিক আহমেদ, শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সাদাত মান্নান, সাধারণ সম্পাদক হাসনাত হোসাইন প্রমুখ।

 এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত