আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় ১৭,০০০ অভিবাসীর বাণিজ্যিক ড্রাইভিং লাইসেন্স বাতিল

        নিউসমের সাবেক চিফ অব স্টাফের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে অভিযোগপত্র দাখিল

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঝড়ের আশঙ্কা, দাবানলে ক্ষতিগ্রস্ত এলাকায় সরিয়ে নেওয়ার নির্দেশ

        ট্রাম্পের স্বাক্ষরে যুক্তরাষ্ট্রের ইতিহাসের দীর্ঘতম শাটডাউন সমাপ্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৪ বছর বয়সী কিশোরীকে খুঁজছে পরিবার

        লস এঞ্জেলেসে আসছে টানা বৃষ্টি ও শীতল আবহাওয়া: বায়ুমণ্ডলীয় নদী ঝড়ের পূর্বাভাস

        জরুরি সতর্কতা বার্তা ছড়িয়ে পড়ল পুরো লস এঞ্জেলেস কাউন্টিতে

        ই. জিন ক্যারল মামলার রায় বাতিল করতে সুপ্রিম কোর্টে গেছেন প্রেসিডেন্ট

        যুক্তরাষ্ট্রে সরকার পুনরায় চালুর পথে: সেনেট পাস করল গুরুত্বপূর্ণ অর্থায়ন বিল

        ক্যালিফোর্নিয়ায় নতুন ড্রাইভিং লাইসেন্স: রেডউড, পপি ফুল আর আধুনিক প্রযুক্তির মেলবন্ধন

        সরকারি অচলাবস্থায় যুক্তরাষ্ট্রে পাঁচ হাজারের বেশি ফ্লাইট বাতিল ও বিলম্বিত

        নাভিদ ইমতিয়াজ চৌধুরী: বাংলাদেশের অন্যতম গিটার পিকআপ এনডোর্সড শিল্পী

        মার্কিন ইতিহাসে দীর্ঘতম সরকারী শাটডাউন: অচলাবস্থার কারণ ও পরবর্তী ধাপ

        পোর্ট হুয়েনিমেতে পার্টিতে ছুরিকাঘাত, দুই কিশোরী হাসপাতালে

        নর্থরিজে বান্ধবীকে জিম্মি করে রাখার অভিযোগে পুলিশের গুলিতে আহত যুবক গ্রেপ্তার

        ক্যালিফোর্নিয়ায় ‘প্রপ ৫০’ পাস, ডেমোক্র্যাটদের জন্য নতুন পাঁচটি আসন নিশ্চিত

        ৪৩ বছর ভুল সাজা ভোগের পর মুক্ত ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তির যুক্তরাষ্ট্রে নির্বাসন স্থগিত

        নিউইয়র্কের নতুন মেয়র মামদানির ঐতিহাসিক জয়, কিন্তু সামনে কঠিন চ্যালেঞ্জ

        কেনটাকিতে ইউপিএস কার্গো প্লেন বিধ্বস্ত, নিহত কমপক্ষে ৭ জন

        'খেলার নিয়ম বদলে গেছে', প্রপ ৫০ জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী: গ্যাভিন নিউজম

সিলেট- ৩ আসনে মাঠের রাজনীতিতে এগিয়ে আছেন ডাঃ দুলাল

সিলেট- ৩ আসনে মাঠের রাজনীতিতে এগিয়ে আছেন ডাঃ দুলাল

ছবিঃ এলএবাংলাটাইমস

সিলেট-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাঠের রাজনীতিতে এগিয়ে রয়েছেন নির্বাচনে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বি.এম.এ) মহাসচিব ডাঃ ইহতেশামুল হক চৌধুরী দুলাল।

আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপ-কমিটির সদস্য দুলাল এ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন। তবে দল থেকে বর্তমান এমপি হাবিবুর রহমান হাবিবকে মনোনয়ন দেয়া হয়। তাই স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী হিসেবে ডাঃ মোঃ ইহতেশামুল হক চৌধুরী দুলাল দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জের মানুষের উন্নয়নের জন্য একজোট হয়ে ট্রাক প্রতীককে বেছে নিয়েছেন।

সাম্প্রতিক সমীক্ষায় দেখা গেছে, দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ এবং বালাগঞ্জের মানুষ ডাঃ দুলালের প্রতি গণসমর্থন জানিয়েছেন। জনগণ পরিবর্তনের ডাক দিয়েছে বিধায় স্বতন্ত্র প্রার্থী ডাঃ ইহতেশামুল হক চৌধুরী দুলাল ভোটারদের পছন্দের শীর্ষে রয়েছে।

সরেজমিন প্রত্যক্ষ করে দেখা গেছে, অত্র আসনের তরুণ ও শিক্ষিত ভোটাররা পরিবর্তনের আশাবাদী। তারা সচেতন হিসেবে ডাঃ দুলালের প্রতি সমর্থন জানিয়ে আসছে। তরুণ ভোটারদের অধিকাংশই মনে করেন, ডাঃ দুলাল পেশায় একজন চিকিৎসক বিধায় তাঁর দ্বারা এলাকার স্বাস্থ্যখাতের প্রভূত উন্নয়ন সম্ভব হবে।

সিলেট- ৩ আসনের নারী ও বয়স্ক ভোটারদের মধ্যেও ডাঃ দুলালের প্রতি ঢালাও সমর্থন রয়েছে। তিনি ইতোপূর্বে এলাকার বৃদ্ধ ও অসহায় মানুষদের জন্য স্বাস্থ্যজনিত সেবার দ্বার উন্মুক্ত করেছেন বিধায় এলাকার বয়োজ্যেষ্ঠ ও নারী ভোটাররা ডাঃ দুলালের পাশে রয়েছেন।

অত্র নির্বাচনী এলাকা প্রত্যক্ষ করে জানা যায়, সিলেট-৩ আসনে বেশ জোরেশোরে পরিবর্তনের রব উঠেছে। নির্বাচনী এলাকার ভোটারদের সাথে কথা বলে জানা যায়, তারা একজন ব্যক্তির পরিবর্তন চান। এই জনপদের মানুষ সংসদ সদস্যকে নিয়ে দেশবাসী তুচ্ছতাচ্ছিল্য করবে এমন পরিস্থিতি আর চায় না।

উল্লেখ্য, ইতোপূর্বে সংসদ সদস্য থাকা অবস্থায় হাবিবুর রহমান হাবিব দেশের বিদ্যুৎ বিল আরও একদফা বাড়ানোর পরামর্শ দিয়ে ব্যাপক সমালোচনার মুখে পরেন। জাতীয় সংসদে বক্তৃতায় সাংসদ হাবিব বলেন, ‘আমার মনে হয়, বিদ্যুৎ বিলটি আমাদের আরও বাড়িয়ে দেওয়া উচিৎ। ইউরোপ-আমেরিকার মতো বিদ্যুৎ বিল বাড়িয়ে দিলে আমাদের আর লোডশেডিং হবে না। কারণ মানুষের অর্থনৈতিক অবস্থা অনেক ভালো।’ তার এই বক্তব্যের ভিডিও ক্লিপ প্রচারের পর বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিসহ সাধারণ মানুষ নেতিবাচক মন্তব্য করেন।

তাই সিলেট-৩ এর জনগণ এবার তাদের সংসদ সদস্য হিসেবে ট্রাক প্রতীককে বেছে নিতে চায়। নির্বাচনী পরিস্থিতি স্বাভাবিক থাকলে আগামী ৭ জানুয়ারি এই জনপদে ট্রাক প্রতীকের পক্ষে ভোটের বিপ্লব হতে যাচ্ছে।

এছাড়া ডাঃ দুলাল একজন তৃণমূল নেতা, কর্মীবান্ধব ও ক্লিন ইমেজের বিধায় ভোটার ও কর্মীদের মধ্যে উনার গ্রহণযোগ্যতা রয়েছে। এছাড়া এলাকার বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান এবং মসজিদ-মাদ্রাসায় ডাঃ দুলাল সর্বদাই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। এছাড়া ভিন্ন ধর্মালম্বীদের প্রতিও ডাঃ দুলাল অসাম্প্রদায়িক মনোভাব পোষণ করায় এখানেও তিনি ব্যাপক জনসমর্থন পাবেন।

ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ ও দক্ষিণ সুরমার জনগণের মুক্তির কান্ডারী ডাঃ ইহতেশামুল হক চৌধুরী দুলাল একজন দক্ষ, মেধাবী ও ক্লিন ইমেজের নেতা। মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান ডাঃ ইহতেশামুল হক চৌধুরী দুলাল দেশ অন্তঃপ্রাণ একজন ব্যক্তিত্ব।

ডাঃ দুলাল স্বাস্থ্য ক্ষেত্রে তৃণমূল থেকে দেশের সর্বোচ্চ নীতি-নির্ধারণী স্থানে গিয়েও স্বমহিমায় ছিলেন উজ্জ্বল। ডাঃ দুলাল ছিলেন জনগণের প্রতি বিশ্বস্ত, বিশ্বস্ত ছিলেন দেশ ও দলের প্রতি। একটি কথা বারবারই বলতে হয়, নীতি ও আদর্শের প্রতি এই দুলাল কখনোই আপোষ করেননি জীবনের শেষ কর্মক্ষণটি পর্যন্তও। এজন্য অনেকের বিরাগভাজন হয়েছেন। কিন্তু আপামর চিকিৎসক সমাজ ও জনসাধারণের কাছে হয়েছেন প্রশংসিত, ভালবাসার পাত্র।

ডাঃ দুলালের কর্মজীবন, কর্মঅভিজ্ঞতা, দল ও দেশের সঙ্কটে সঠিক সিদ্ধান্ত ও নেতৃত্ব দেয়ার পূর্বঅভিজ্ঞতা সিলেট- ৩ আসনের জন্য সম্পদসরূপ। তিনি সৃজনশীল কাজে উৎসাহী এবং কর্মতৎপর ছিলেন সবসময়। একজন প্রার্থীর পূর্ববর্তী কর্মযজ্ঞে জনগণ আস্থাশীল হবে, জানবে হ্যাঁ আমাদের একজন প্রার্থী আছে যিনি সক্রিয় এবং বিশ্বাসী, যার যোগ্যতায় আস্থা রাখা যায়। ব্যক্তি হিসেবে ডাঃ দুলাল এমনই একজন যোগ্য প্রার্থী।

সবকিছু মিলিয়ে সিলেট- ৩ আসনে জোরেশোরে পরিবর্তনে ডাক এসেছে। অত্র আসনের জনগণ আগামী ৭ জানুয়ারি যোগ্য প্রার্থীকেই বেছে নিতে যাচ্ছেন এবং সেটি অতি অবশ্যই ডাঃ ইহতেশামুল হক চৌধুরী দুলাল।

শেয়ার করুন

পাঠকের মতামত