সিডনিতে হনুক্কা অনুষ্ঠানে ভয়াবহ সন্ত্রাসী হামলা, নিহত ১৬; দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নিরাপত্তা জোরদার
এক ব্যক্তিকে লাখ টাকা জরিমানা
হবিগঞ্জের মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে এক ব্যক্তিকে ১ লক্ষ ৩৫ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) মো. রাহাত বিন কুতুব অভিযান চালিয়ে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের শাহপুর ম্যাটাডোর কোম্পানির পাশের খাল থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে (বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী) সোহেল মিয়াকে (৪৫) ১ লক্ষ ৩৫ হাজার টাকা অর্থদণ্ড দেন।
এসময় মাধবপুর থানার পুলিশের একটি টিম ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন।
সহকারী কমিশনার (ভূমি) মো. রাহাত বিন কুতুব সত্যতা নিশ্চিত করে জানান, অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
নিউজ ডেক্স
শেয়ার করুন