আপডেট :

        সিডনিতে হনুক্কা অনুষ্ঠানে ভয়াবহ সন্ত্রাসী হামলা, নিহত ১৬; দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নিরাপত্তা জোরদার

        হলিউড পরিচালক রব রাইনার ও স্ত্রী মিশেল লস এঞ্জেলেসের বাড়িতে মৃত অবস্থায় উদ্ধার

        ব্রাউন ইউনিভার্সিটিতে গুলির ঘটনায় ‘পার্সন অব ইন্টারেস্ট’ আটক, জানিয়েছে পুলিশ

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ বিস্ফোরণে উড়ে গেল বাড়ি, আহত ৬

        প্যানোরামা সিটিতে তিন গাড়ির সংঘর্ষে নিহত ৩, আহত ১

        ক্যালিফোর্নিয়ায় গ্রিন কার্ড আবেদনকারীকে সাক্ষাৎকারের সময় আটক করল আইসিই

        ক্যালিফোর্নিয়ার দাবানল: ভুক্তভোগীদের জন্য ৩৩.৯ বিলিয়ন ডলার সহায়তায় ট্রাম্পকে দ্রুত পদক্ষেপের আহ্বান নিউসমের

        অরেঞ্জ কাউন্টিতে বাইবেল স্টাডি নেতা গ্রেপ্তার: নাবালককে যৌন নির্যাতনের অভিযোগ

        ক্যালিফোর্নিয়ায় ধর্মীয় গোষ্ঠীর নেতা ও শীর্ষ সদস্য গ্রেপ্তার: নিখোঁজ সদস্যের হত্যার অভিযোগ

        ট্রাম্পের চাপ উপেক্ষা করে ইন্ডিয়ানা রিপাবলিকানদের ভোটিং মানচিত্র বাতিল

        প্যাসিফিক নর্থওয়েস্টে বন্যা, হাজারো মানুষ সরিয়ে নেওয়ার প্রস্তুতি

        ক্যালিফোর্নিয়ায় অভিবাসীদের দেয়া ১৭ হাজার বাণিজ্যিক ড্রাইভিং লাইসেন্স বাতিল

        মার্কিন ভিসামুক্ত দেশগুলোর পর্যটকদের পাঁচ বছরের সোশ্যাল মিডিয়া ইতিহাস জমা দেওয়ার প্রস্তাব

        ওয়ারেন কাউন্টির নারী ৪,২০০ ডলারের বেশি SNAP সুবিধা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার

        মার্কিন বিচার বিভাগের সিভিল রাইটস ডিভিশন ‘ধ্বংসের মুখে’—২০০’র বেশি সাবেক কর্মকর্তা ক্ষোভ প্রকাশ

        কেন্টাকি স্টেট ইউনিভার্সিটিতে গুলিতে শিক্ষার্থী নিহত, সন্দেহভাজন আটক

        যুক্তরাষ্ট্রে ১৯ দেশের অভিবাসন স্থগিত — আফগানদের জন্য অনিশ্চয়তা

        ট্রাম্প প্রশাসনে বড় পরিবর্তনের আভাস: নতুন বছরে বরখাস্ত হতে পারেন নোম, প্যাটেল ও হেগসেথ

        কোরিয়াটাউনে ভাড়াটিয়াদের গাড়ি টেনে নিয়ে পার্কিং স্থানে ঘর বানাতে চায় মালিক

        ট্রাম্প প্রশাসন জানুয়ারি থেকে ৮৫ হাজার ভিসা বাতিল করেছে: স্টেট ডিপার্টমেন্ট

খোয়াই নদী বর্জ্যমুক্তকরণ শুরু

খোয়াই নদী বর্জ্যমুক্তকরণ শুরু

নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন খোয়াই নদী বর্জ্য ও দুর্গন্ধ মুক্তকরণ করবেন। এমপি হওয়ার পর সেই প্রতিশ্রুতি রক্ষা করলেন চুনারুঘাট-মাধবপুরের নবনির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। এমনকি প্রতিশ্রুতি বাস্তবায়নে পুরাতন খোয়াই নদীর বর্জ্য অপসারণ ও দুর্গন্ধ মুক্তকরণ কার্যক্রম শুরু করলেন তিনি।

প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে রোববার (১৪ জানুয়ারি) সকাল ১০টায় ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন এমপির বেশ কয়েকজন অনুসারি ১৫ থেকে ২০ জন স্বেচ্ছাসেবী নিয়ে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের পাশে থেকে খোয়াই নদীর বর্জ্য অপসারণ শুরু করেন। বেলা দেড়টার দিকে শেষ হয় বর্জ্য অপসারণ ও দুর্গন্ধ মুক্তকরণ কার্যক্রম।

স্বেচ্ছাসেবীদের সাথে নিয়ে বর্জ্য অপসারণ কাজে অংশ নেন, চুনারুঘাট পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোহাগ রহমান, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক সোহেল আরমান, পৌর ছাত্রলীগের সহ সহসভাপতি রুহেল আহমেদ, চুনারুঘাট সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান, সহ সভাপতি কাউসার মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ হোসেন সহ বিপুল সংখ্যক নেতাকর্মী।

জানা গেছে, হবিগঞ্জের চুনারুঘাট পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের অতি পূরাতন মরা খোয়াই নদী। ডিসিপি হাইস্কুল এবং মুক্তিযোদ্ধা ভবনসংলগ্ন মরা খোয়াই নদীর ওপর ব্রিজের দুই পাড় দীর্ঘদিন থেকে ময়লার ভাগাড়ে পরিণত হয়েছিল। শহরের বিভিন্ন এলাকার ময়লা-আবর্জনা এনে ফেলা হত এ নদীর পাড়ে। নদীর পাড়ে ফেলা ময়লার কারণে সেখানকার পরিবেশ নষ্টের পাশাপাশি ক্রমেই বাড়ছিল নদীর দূষণ। ময়লা-আবর্জনায় ভরাট হয়ে গিয়েছিল নদীর দুই তীর। এতে পড়ে প্রকট হয়ে উঠেছিল নদীর নাব্যতা সংকট। দুর্গন্ধে স্থানীয়দের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়ে পড়েছিল।

এমন বাস্তবতায় নির্বাচনের আগে লাখো ভক্ত, অনুসারী ও শুভ্যানুধায়ীর উদ্দেশ্যে মধ্যবাজার মুক্তিযোদ্ধা চত্বরে এসে পথসভায় দেয়া বক্তব্যে পুরাতন খোয়াই নদীর বর্জ্য অপসারণ ও দুর্গন্ধ মুক্তকরণের ঘোষণা দেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। জানান, দুর্গন্ধমুক্ত চুনারুঘাট উপহার দেওয়ার কথা।

তাই এমপি নির্বাচিত হওয়ার পর পূর্বের ঘোষণার বাস্তবায়নে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের অনুসারীরা সকাল থেকে খোয়াই নদীর বর্জ্য অপসারণ শুরু করেন।

আলাপকালে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন এমপি জানান, জনগণের ভোটের দায় মেটাতে যে ইতশেহার ঘোষণা করেছেন তা বাস্তবায়ন করতে শপথ পাঠের পর এলাকায় প্রথম পুরাতন খোয়াই নদী বর্জ্য এ দুর্গন্ধ মুক্তকরণ শুরু করেছেন।

তিনি আরও বলেন, ‘আমার বিশ্বাস; আগে নিজ তাগিদে যেভাবে সফল হয়েছি, এবার জনগণ দায়িত্ব দিয়েছে তাই আরও বেশি করবো ইনশাআল্লাহ।’

প্রসঙ্গত, দেশ ও দেশের বাইরে সমানতালে আলোচিত উচ্চ আদালত ও ফুটবল মাঠে সাফল্যের পর ভোটযুদ্ধে নামেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। সামাজিক যোগাযোগমাধ্যমে নানাভাবে আলোচিত ও পরিচিতি লাভ করা সুমন বাংলাদেশ আওয়ামী লীগের একনিষ্ঠ কর্মী হয়ে স্থানীয় আওয়ামী লীগের সদস্য দায়িত্ব পালনসহ সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের সহ সম্পাদক ও কেন্দ্রীয় যুবলীগের আইন বিষয়ক সম্পাদক পদে দায়িত্ব পালন করেন। তবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন বঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি।

নির্বাচনে তাঁর কাছে পাত্তাই পাননি টানা দু’বারের সংসদ সদস্য এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী। প্রথম বারেই ঈগল প্রতীক নিয়ে পরাজিত করে ইতিহাস সৃষ্টি করেন সুমন এমপি।

  এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত