সিলেটে ৩ দিনব্যাপী বইমেলা শুরু
সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে তিন দিনব্যাপী অমর একুশে বইমেলার উদ্বোধন হয়েছে। মঙ্গলবার বেলা সোয়া ১১টায় প্রথম আলো বন্ধুসভা সিলেট জেলার উদ্যোগে এবং সিলেট মডেল লাইব্রেরির সহযোগিতায় মেলার উদ্বোধন করেন প্রথম আলোর সহযোগী সম্পাদক ও কথাসাহিত্যিক আনিসুল হক।
ফিতা কাটার মাধ্যমে মেলা শুরু হয়। পরে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন কথাসাহিত্যিক আনিসুল হক। এ সময় কবি তুষার কর, মুক্তিযোদ্ধা সংসদ সিলেট মহানগর ইউনিটের কমা-ার ভবতোষ রায়বর্মণ, লোকসংস্কৃতি গবেষক ও প্রথম আলোর সিলেট প্রতিনিধি সুমনকুমার দাশ, পুস্তক ব্যবসায়ী মিজানুর রহমান, সজলকান্তি সরকার বক্তব্য দেন।
পুরো অনুষ্ঠানটি সঞ্চালন করেন বন্ধুসভা সিলেটের সভাপতি মাহবুবুর রহমান। প্রতিদিন মেলা চলবে বেলা দুইটা থেকে রাত আটটা পর্যন্ত। মেলা সবার জন্য উন্মুক্ত। মেলায় প্রথমা, চৈতন্য, নাগরি, বাংলাদেশ ক্রিকেট সাপোর্টাস অ্যাসোসিয়েশন, হাওর প্রকাশন, জসিম বুক হাউস, সিলেট মডেল লাইব্রেরি, উদ্ভট, বাসিয়া প্রকাশনী এবং ইউনিভার্সেল বুক শপ অংশ নিয়েছে।
শেয়ার করুন