ত্রিমুখী হত্যাকাণ্ডের তদন্তে ডিবি: মুরাদনগরের মা-ছেলে-মেয়ে হত্যার মামলা
উপজেলা চেয়ারম্যান ফারুক আহমদের সংবাদ সম্মেলন
গোয়াইনঘাটে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা চেয়ারম্যান ফারুক আহমদ। সংবাদ সম্মেলনে তিনি বলেন, এলাকার সর্বস্তরের মানুষের দেয়া মূল্যবান আমানত আমি সততা নিষ্ঠা স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে পালনের চেষ্টা করেছি। বিগত ৫ বছরের সফলতা উপজেলাবাসীর, ব্যর্থতার দায়ভার আমার। তিনি করোনা, বন্যা, বিশ্ব অর্থনৈতিক মন্দা, বরাদ্দের সীমাবদ্ধতা থাকা সত্বেও পাঁচ বছরের সকল উন্নয়নের উল্লেখযোগ্য প্রতিবেদন বুকলেটে তুলে ধরেন। এ ছাড়া বন্যা করোনাকালীন দুর্যোগে মানুষের পাশে থেকে ব্যক্তিগত সহযোগিতার কথা উল্লেখ করেন তিনি। তিনি উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হিসাবে এলাকাবাসীসহ সকলের দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করেন।
৫ ফেব্রুয়ারী দুপুরে গোয়াইনঘাট প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত কক্তব্য পাঠ করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক সুবাস চন্দ্র পাল ছানা। সংবাদ সম্মেলনে ক্লাবের কর্মকর্তাসহ সকল সদসবৃন্দ উপস্থিত ছিলেন।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
শেয়ার করুন