বিশ্বে ১ কোটি ৪০ লাখ শিশু অপুষ্টির মুখে, মৃত্যুঝুঁকি আছে: ইউনিসেফ
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতি সভা
মহান ২১ শে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে হবিগঞ্জের বানিয়াচংয়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুবুর রহমান।
প্রস্তুতিমূলক সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী যুবলীগের সভাপতি মো. আবুল কাশেম চৌধুরী, দুর্নীতি দমন কমিশনের সভাপতি কাজী মুফতি আতাউর রহমান, উপজেলা সহকারি শিক্ষা অফিসার উত্তম কুমার দাসসহ মুক্তিযোদ্ধা, শিক্ষক, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা, সাংস্কৃতিক কর্মী ও বিভিন্ন শ্রেণিপেশার ব্যক্তিবর্গ।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
শেয়ার করুন