সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাসের সংকট
সিলেটের সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাসের সংকট দেখা দিয়েছে। পাশাপাশি গ্যাসের লোডও নেই। যার কারণে প্রতিনিয়তই ভোগান্তির শিকার হচ্ছেন সিএনজি ফিলিং স্টেশন মালিক-চালক ও যাত্রীরা।
এমন বাস্তবতায় সিলেটের সিএনজি ফিলিং স্টেশনগুলোতে লোড বাড়ানো না হলে অনির্দিষ্টকালের কর্মবিরতির হুমকি দিয়েছে সর্বস্থরের সড়ক পরিবহণ শ্রমিকরা।
মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) গ্যাসের লোড বাড়ানোর দাবীতে সিলেট জেলা সড়ক পরিবহণ শ্রমিক ঐক্য পরিষদের পক্ষ থেকে সিলেট জেলা প্রশাসক শেখ রাসেল হাসান বরাবরে স্মারকলিপি প্রধানকালে পরিবহণ শ্রমিক নেতারা এমন ঘোষণা দেন।
সিলেট জেলা বাস, মিনি বাস, কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং বি-১৪১৮, সিলেট জেলা ট্রাক, পিকআপ, কাভার্ড ভ্যান, শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং- ২১৫৯, সিলেট জেলা সিএনজি চালিত অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং-৭০৭, সিলেট জেলা অটোরিক্সা-অটোটেম্পু শ্রমিক জোট- ২০৯৭, সিলেট জেলা ইমা, লেগুনা হিউম্যান হুলার শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং-১৩২৬ এবং সিলেট বিভাগ ট্র্যাংক লরি শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং-২১৭৪ এর সমন্বয়ে গঠিত সিলেট জেলা সড়ক পরিবহণ শ্রমিক ঐক্য পরিষদ এই স্মারকলিপি প্রদান করে।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
শেয়ার করুন