শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী উল্লেখ করে সংবাদ , পত্রিকা অফিসে আগুন
৩ ঘন্টায় মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাত
ফাগুনের শুরুতেই বৃষ্টির আভাস দিয়েছিল আবহাওয়া অফিস। এই বৃষ্টি আগামী তিন দিন অব্যাহত থাকতে পারে। পশ্চিমা লঘুচাপের কারণে আকাশ এমন মেঘলা এবং বৃষ্টি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
আবহাওয়া অফিস জানিয়েছে, সিলেটে চলতি মৌসুমে ৩ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত ১৭ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। এর আগে গত মঙ্গলবার রাত ১২টা ১০ মিনিট থেকে বুধবার সকাল ৭টা ১০ মিনিট পর্যন্ত ২৫ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছিল।
বৃষ্টির পর রাস্তাঘাট, গাছপালায় আটকে থাকা ধুলাবালু পরিষ্কার হয়েছে। এতে গাছের পাতা চকচক করছে। বৃষ্টির অজুহাতে বায়ু দুষণের নগরে এক ধরণের পরিচ্ছন্নতা দেখা গেছে।
সিলেট আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজীব হোসাইন বলেন, চলতি মৌসুমে বৃহস্পতিবার ৩ ঘণ্টায় ১৭ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয়েছে। এটি চলতি মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাত। ফেব্রুয়ারি মাসে এমন বৃষ্টিপাত স্বাভাবিক।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
শেয়ার করুন