৭ লাখ টাকার ভারতীয় চিনি জব্দ
সিলেটের সাত লাখ টাকা মূল্যের ১৪০ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করেছে পুলিশ। এসময় তিনজনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- সাইদুল হক (৩০), মোঃ সোহেল রানা (৩৩), জাকির হোসেন (২২)।
গত শনিবার (২৪ ফেব্রুয়ারি) মধ্যরাতে নগরীর তেমুখী বাইপাস এলাকায় চিনি উদ্ধার করে জালালাবাদ থানা পুলিশ।
সিলেট মহানগর পুলিশের মিডিয়া বিভাগের জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মধ্যরাতে জালালাবাদ থানাধীন তেমুখী বাইপাস পয়েন্টস্থ রাস্তার মোড়ে মহাসড়কে চেকপোষ্ট করাকালে দুইটি মোটরসাইকেল ও ১টি ট্রাক ঘটনাস্থলে এসে পুলিশ দেখে গতিপথ পাল্টানোর চেষ্টাকালে ট্রাকটি ও মোটরসাইকেলগুলো আটক করা হয়। এসময় উদ্ধার করা হয় প্রায় ৭ লাখ টাকা মূল্যের ১৪০ বস্তা ভারতীয় চিনি। আটক করা হয় তিনজনকে।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
শেয়ার করুন