শাল্লায় সুমনকুমার দাশ সংবর্ধিত
সুনামগঞ্জের কৃতি সন্তান প্রথমআলো সিলেটের ব্যুরো প্রধান ও লোক গবেষক সুমনকুমার দাশকে দিরাই-শাল্লা কালচারাল এন্ড ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র উদ্যােগে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
রবিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ১১টায় শাল্লা উপজেলা গণমিলনায়তনে এই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান এ্যাড: দিপু রঞ্জন দাশ।
দিরাই-শাল্লা কালচারাল এন্ড ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র সভাপতি খালেদ রেজা খানের সভাপতিত্বে ও সমন্বয়ক মোঃ শাহজাহান সিরিজের পরিচালনায় অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমি সাহিত্য পুরষ্কারপ্রাপ্ত লোক গবেষক সুমনকুমার দাশ।
অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের সভাপতি শামসুল আলম সেলিম। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতার সিলেট অঞ্চলের সহকারী পরিচালক প্রদীপ চন্দ্র দাস, ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, ৪নং শাল্লা ইউপি চেয়ারম্যান মো: আবদস ছাত্তার, শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুস সালাম, বীর মুক্তিযোদ্ধা আক্কাস আলী, গোবিন্দ চন্দ্র সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিপাল দাস মিল্টন ও স্বাগত বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সুমনকুমার দাশের পিতা বারিন্দ্র কুমার দাশ।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
শেয়ার করুন