বেইলি রোডের আগুনে মা-মেয়ের মৃত্যু
বেইলি রোডের আগুনে হবিগঞ্জ মাধবপুরের মা-মেয়ের মৃত্যু।
শুক্রবার (১ মার্চ) সকাল সাড়ে দশটার দিকে ঢাকা মেডিকেল কলেজের মর্গ থেকে নিকটাত্মীয় অয়ন রায় নিহত মা রুপা রায় এবং মেয়ে প্রিয়াঙ্কা রায়ের মরদেহ গ্রহণ করেন। পরে অ্যাম্বুলেন্সে করে গ্রামের বাড়ি হবিগঞ্জের মাধবপুরের চৌমুহনীর উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়।
অয়ন রায় বলেন, আমার মামী রুপা রায় এবং মামাতো বোন প্রিয়াঙ্কা রায় মালিবাগ থেকে এসেছিলেন বেইলি রোড। রাতের খাবার শেষে আবার ফিরে যাওয়ার কথা ছিল। কিন্তু সেটি আর হয়নি। আগুনের ঘটনায় ধোঁয়ায় তাদের মৃত্যু হয়েছে। পরে সকালে আমরা মরদেহ শনাক্ত করেছি। এরপর বিভিন্ন প্রক্রিয়া শেষে দুইজনের মরদেহ নিয়েছি। এখন গ্রামের বাড়ি হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের বানেশ্বর গ্রামে নিয়ে যাওয়া হবে। এরপর সেখানেই বাকি কার্যক্রম সম্পন্ন হবে।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
শেয়ার করুন