সদর হাসপাতাল পরিদর্শন করে হতাশ মানবাধিকার চেয়ারম্যান
মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ বলেছেন, হবিগঞ্জ সদর হাসপাতাল পরিদর্শন করে আমরা খুবই হতাশ হলাম। স্বাস্থ্য সেবা দেওয়ার মত ভাল পরিবেশ এখানে নাই।
বুধবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক সদর হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে একথা বলেন।
এসময় হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ আমিনুল হক সরকার ও ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোঃ মুখলেছুর রহমানসহ বিভিন্ন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
তিনি বলেন, চিকিৎসক সংকটের কারণে এই পরিবশে তৈরী হয়েছে। বছরের পর বছর ময়লা জমে থাকা এই অপরিচ্ছন্ন পরিবেশে সেবা প্রদান করলে সংক্রমণ হওয়ার সম্ভাবনা থাকে বেশী। তাই সেবার মান উন্নয়ন করতে চিকিৎসকদের প্রতি আহবান জানান তিনি।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
শেয়ার করুন