সিলেট-সুনামগঞ্জ সড়কে পিকআপ- সিএনজি সংঘর্ষে ২জন নিহত
সিলেট-সুনামগঞ্জ সড়কে আউশা নাম স্থানে পিকআপ- সিএনজি সংঘর্ষে ২জন নিহত নিহতরা হলেন- দিরাইয়ের সুলতানা বেগম (৫২) ও ছাতকের লিটন মিয়া (২৭)। জালালাবাদ থানার ওসি (তদন্ত) শ্যামল বণিক বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ৪ জন।
শুক্রবার বেলা আড়াইটার দিকে ছাতক থেকে দুটি সিএনজি অটোরিক্সা সিলেট উদ্দেশে আসছিল। পথে আউশা নামক স্থানে বিপরীত দিক থেকে আসা পেপসি বহনকারী একটি পিকআপ সিএনজি দু’টিকে ধাক্কা দিলে তিনটি যানবাহনই রাস্তা পাশে সিটকে পড়ে। স্থানীয় লোকজন খবর পেয়ে উদ্ধার তৎপরতা শুরু করেন। পুলিশও ঘটনাস্থলে ছুটে আসে।
আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া পথে দু’জনের মৃত্যু ঘটে বলে জানান ওসি আখতার হোসেন। তিনি জানান, নিহত লিটন মিয়া সুলতানা বেগমের বোনপো। এ ঘটনায় তাদের আরেক স্বজন ওমর আলী কে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনায় আহত ট্রাক চালক নয়ন (২২) ও হেলপার মাসুক মিয়া (৬২) কে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিকাল ৫টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ ক্রেনের সাহায্যে দুর্ঘটনা কবলিত তিনটি যানবাহন উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।
শেয়ার করুন