“উন্নয়নের জন্য রাজস্ব”
সিলেটে জাতীয় রাজস্ব বোর্ডের উদ্যোগে গণ্যমান্য ব্যাক্তিবর্গের সাথে “উন্নয়নের জন্য রাজস্ব” শীর্ষক মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২ মার্চ) সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় সিলেটের বিভাগীয় কমিশনারের পক্ষে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) দেবজিৎ সিংহের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মোঃ রহমাতুল মুনিম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের কাস্টমসনীতি বিষয়ক সদস্য (গ্রেড-১) মোঃ মাসুদ সাদিক ও করনীতি বিষয়ক সদস্য এ কে এম বদিউল আলম।
সভায় প্রধান অতিথি তাঁর বক্তব্যে উল্লেখ করেন যে, দেশের সার্বিক উন্নয়ন কার্যক্রমে প্রয়োজনীয় অর্থের যোগান নিশ্চিত করতে জাতীয় রাজস্ব বোর্ডের ক্রমবর্ধমান কর্মকান্ড অনেক সময়ই বিভিন্ন মহলে দৃষ্টি আকর্ষণ করে থাকে। তিনি অভ্যন্তরীণ রাজস্ব আহরণে এ জাতীয় কর্মকান্ডের অপরিহার্যতা তুলে ধরেন।
এছাড়াও সভায় সিলেট কর অঞ্চলের কর কমিশনার সৈয়দ জাকির হোসেন, কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট সিলেটের কমিশনার (চঃদাঃ) মুহাম্মদ রাশেদুল আলম, সিলেটের এডিসি (সার্বিক) মোহাম্মদ মোবারক হোসেন, দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি তাহমিন আহমদ, বীরমুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সাংবাদিক, লেখক, বুদ্ধিজীবী ও পেশাজীবী নেতৃবৃন্দসহ সরকারি-বেসরকারি অফিসের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
শেয়ার করুন