আপডেট :

        ধর্ষকের শাস্তি সবার সামনে হোক: সোহম

        বায়ার্নের দাপটে বিদায় ব্রাজিলের ফ্ল্যামেঙ্গো, পিএসজির মুখোমুখি কোয়ার্টারে

        ধর্ষণ ঘটনাকে কেন্দ্র করে মুরাদনগরে রাজনৈতিক উত্তেজনা: কে দায়ী?

        ইরানের কঠোর হুঁশিয়ারি: ট্রাম্প ও নেতানিয়াহুর বিরুদ্ধে ফতোয়া জারি

        এশিয়া কাপের সম্ভাব্য সূচি জুলাইয়ে প্রকাশিত হবে

        সরকারের প্রতিশ্রুতি ব্যর্থ: জুলাই সনদ প্রকাশ করবে এনসিপি - নাহিদ ইসলাম

        রথযাত্রার উৎসবে বিপর্যয়: উড়িষ্যায় ভিড়ে পিষ্ট হয়ে ৩ মৃত, ১০ জন আহত

        মনু মিয়ার শেষ বিদায়ে অভিনেতা খায়রুল বাসারের মানবিকতার জয়

        মেসি-রোনালদো: সময় পেরিয়েও অপ্রতিরোধ্য ফুটবলের দুই কিংবদন্তি

        মুরাদনগরের অশান্তির জন্য আওয়ামী সন্ত্রাসীদের প্রশ্রয়দাতারা দায়ী: আসিফ মাহমুদ

        ৫.২ মাত্রার ভূমিকম্পে পাকিস্তানে দুইবার কাঁপল ধরিত্রী

        হিরো আলমের যত্নে রিয়া মনি, প্রকাশ করলেন তার শারীরিক অবস্থা

        হাছিনা নয় শেখ হাসিনা নয়, তবুও বারবার বদলাচ্ছে স্কুলের নাম

        জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন বাজেট: ২০২৫-২৬ অর্থবছরে ৩২৩ কোটি টাকা

        কোকেন উৎপাদনে ঐতিহাসিক উচ্চতা, জাতিসংঘের প্রতিবেদনে উদ্বেগ

        ট্রাম্পের সাথে সম্পর্ক জোরদারে প্রস্তুত পুতিন, নতুন যোগাযোগের আভাস

        স্বর্ণের বাজারে ধস: এক মাসে সর্বনিম্ন দামে পৌঁছাল হলুদ ধাতু

        সোনামসজিদ স্থলবন্দরে ‘কমপ্লিট শাটডাউন’, আমদানি-রপ্তানি বন্ধ, ৩০০ গাড়ি অপেক্ষায়

        ট্রাম্পের দাবি: খামেনির প্রাণ বাঁচিয়েছি, ধন্যবাদ পাইনি

        এইচএসসি পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা: কেন্দ্রে প্রবেশ নিয়ে নতুন নিয়ম

স্বাধীনতা দিবস বঙ্গবন্ধুর ত্যাগের ফসল: প্রতিমন্ত্রী

স্বাধীনতা দিবস বঙ্গবন্ধুর ত্যাগের ফসল: প্রতিমন্ত্রী

মহান স্বাধীনতা দিবসের ইতিহাস অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং গৌরবের। এ ইতিহাস একদিনে রচিত হয়নি, এমনকি কোন ব্যক্তি, দেশ এটি উপহার বা স্বীকৃতি হিসেবেও দেয় নি। এটি বাঙালি জাতির অর্জন এবং বায়ান্নর ভাষা আন্দোলন থেকে ১৯৭১ এর মুক্তিযুদ্ধপূর্ব ঘোষণা পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ত্যাগের ফসল।

সিলেটে ২৬ মার্চ মঙ্গলবার কবি নজরুল অডিটোরিয়ামে জেলা প্রশাসন আয়োজিত ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৪ উপলক্ষ্যে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী একথা বলেন।

বাঙালি বীরের জাতি উল্লেখ করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী বলেন, বীর মুক্তিযোদ্ধারা নিজের জীবন বাজি রেখে পৃথিবীর অন্যতম শক্তিশালী সামরিক শক্তির বিরুদ্ধে যুদ্ধ করে এ দেশকে স্বাধীন করেছেন, আমাদের একটি মানচিত্র ও স্বাধীন ভূখন্ড উপহার দিয়েছেন। এ দেশের মাটি ও মানুষ আপনাদের কাছে চির কৃতজ্ঞ। আপনাদের এ বীরত্ব ও অবদানের জন্য দেশের মানুষ আপনাদের চিরদিন শ্রদ্ধাভরে জাতির সূর্যসন্তান হিসেবে স্মরণ করবে।

মুক্তিযোদ্ধাদের স্বাধীনতা বিরোধী অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে উল্লেখ করে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী বলেন, ১৯৭১ এ বীর মুক্তিযোদ্ধারা বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে ক্ষুধা ও দারিদ্র্য মুক্ত সোনার বাংলাদেশ বিনির্মাণের আশায় মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন এবং দেশকে শত্রুমুক্ত ও স্বাধীন করেন। বঙ্গবন্ধুর সোনার বাংলা ও আপনাদের প্রত্যাশা বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। যার ফলশ্রুতিতে সরকারের পক্ষ থেকে আপনাদের মুক্তিযোদ্ধা ভাতা, বীর নিবাস, স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদান করা হচ্ছে। ভবিষ্যতে এসব সুযোগ-সুবিধার পরিধি আরো বৃদ্ধি করা হবে। মুক্তিযুদ্ধের প্রকৃত উদ্দেশ্য ও চেতনাকে বুকে ধারণ করে ২০৪১ সালের ক্ষুধা ও দারিদ্র্য মুক্ত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বীর মুক্তিযোদ্ধা, তরুণ প্রজন্ম, সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারীসহ সমাজের প্রতিটি মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

জেলা প্রশাসক শেখ রাসেল হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে সভায় বক্তৃতা করেন বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী, এনডিসি, ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান, বিপিএম (বার), পিপিএম, পুলিশ কমিশনার মো. জাকির হোসেন খান, পিপিএম-সেবা, পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, পিপিএম-সেবা, জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট নাসির উদ্দিন খাঁন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দা জেবুন্নেছা হক, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, বীর মুক্তিযোদ্ধা সুব্রত চক্রবর্তী জুয়েল ও বীর মুক্তিযোদ্ধা ভবতোষ রায় বর্মণ প্রমুখ। এতে স্বাগত বক্তব্য প্রদান করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোবারক হোসেন।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

 



শেয়ার করুন

পাঠকের মতামত