আটককেন্দ্রে মেক্সিকান অভিবাসীর মৃত্যু, চলতি বছরে আইসিই হেফাজতে ১৪তম প্রাণহানি
এমসি কলেজে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, গুলাগুলি, আহত ১০
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সিলেট এমসি কলেজে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০জন। সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।
জানা যায়, এমসি কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগের সঞ্জয়-কামরুল গ্রুপ গত কিছুদিন ধরে নিজেদের আধিপত্য বিস্তার করে রেখেছে। ক্যাম্পাস থেকে বিতাড়িত জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রায়হান চৌধুরীর গ্রুপ রোববার থেকে ক্যাম্পাসে ঢোকার চেষ্টা চালাচ্ছে। এ অনুযায়ী সোমবার দুপুরে রায়হান চৌধুরী গ্রুপের নেতা-কর্মীরা ক্যাম্পাসে ঢুকতে চাইলে দু’গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
এসময় টিলাগড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে শাহপরান থানা পুলিশ ঘটনাস্থলে আসে।
শেয়ার করুন