আটককেন্দ্রে মেক্সিকান অভিবাসীর মৃত্যু, চলতি বছরে আইসিই হেফাজতে ১৪তম প্রাণহানি
শ্রীমঙ্গলে হরিণ গিলে খেল অজগর
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার লাউয়াছড়া বনে একটি হরিণ গিলে খেয়েছে অজগর। বৃহস্পতিবার দুপুরে লাউয়াছড়ার চাউতলী বন বিটের ২ নম্বর সেক্টরে তিন ঘণ্টায় ১৫ থেকে ২০ ফুট দৈর্ঘ্যের অজগরটি ১৬ থেকে ১৮ কেজি ওজনের একটি মাদি হরিণকে গিলে খায়।
অজগরের হরিণ গিলে খাওয়ার এ দৃশ্য দেখতে আশপাশের লোকালয় থেকে অনেকে ভিড় জমায় সেখানে।
ঘটনাস্থল পরিদর্শন করে মৌলভীবাজারের সহকারী বন সংরক্ষক (ওয়াইল্ড লাইফ) তবিবুর রহমান জানান, ‘প্রায়ই অজগর খাবারের সন্ধানে লোকালয়ে ছুটে যেতো। সে ঘটনা কমায় বলা যায় প্রাণিকূলের যে ইকো ব্যালেন্স তা ফিরছে। প্রায় তিন ঘণ্টায় ১৫ থেকে ২০ ফুট দৈর্ঘ্যের অজগরটি ১৬ থেকে ১৮ কেজি ওজনের একটি মাদি হরিণকে গিলে ফেলে।’
শেয়ার করুন