আপডেট :

        কারা কফি থেকে বিরত থাকবেন, জেনে নিন—

        পশ্চিমা সমর্থন ছাড়া কি ইসরায়েলের অস্তিত্ব টিকবে? বিশ্লেষকদের মতামত

        নারী ও শিশু নির্যাতন মহামারি পর্যায়েঃ শারমীন মুরশিদ

        ‘শ্রাবণ বিদ্রোহ’: জুলাই গণ-অভ্যুত্থানের তথ্যচিত্র প্রদর্শন ৭ জুলাই

        লিভারপুল ও পর্তুগালের তারকা দিয়াগো জোতা গাড়ি দুর্ঘটনায় নিহত

        জুলাই সনদের দাবিতে অনড় এনসিপি, নির্বাচনে যাওয়ার প্রশ্নই ওঠে না: নাহিদ

        প্রধানমন্ত্রী থেকে সংস্কৃতিমন্ত্রী: পেতংতার্ন সিনাওয়াত্রার নতুন ভূমিকা

        বিটিএস ফিরছে পুরো দমে: ২০২৬-এ নতুন গান ও গ্লোবাল ট্যুরের প্রতিশ্রুতি

        ‘কফি খাচ্ছিলাম, চিল করছিলাম—হঠাৎ দেখি পাঁচ উইকেট নেই’

        দুপুরে আজ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

        পহেলগাম হামলার পর নিষেধাজ্ঞা শিথিল, পাকিস্তানি সেলিব্রিটিদের সোশ্যাল মিডিয়া অ্যাক্সেস ফিরল

        করোনার টিকা নিরাপদ, আকস্মিক মৃত্যুর গুজবে জবাব দিল গবেষণা

        জুলাই বিপ্লবের গুরুত্ব বুঝতে ব্যর্থ কিছু মানুষঃ বাঁধনের আক্ষেপ

        শুঁটকি পিৎজা: উত্তরায় ঢাকার খাবারের নতুন ট্রেন্ড সেট করছে

        অর্থ উপদেষ্টার বিপাকে পড়ার কারণ এনবিআর নিয়ে প্রকাশিত খবর

        বাংলাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী জীনাত রেহানা প্রয়াত হয়েছেন

        টাইগারদের শক্তিশালী শুরু: প্রথম সেশনেই তিন উইকেটের ধাক্কা

        ট্রাম্পের বাজেট বিল নিয়ে মাস্কের তীব্র সমালোচনা: শত্রুতার শুরু

        স্বৈরাচারের ছায়া মুছে ফেলতে তৎপর সমাজ

        ধর্ষকের শাস্তি সবার সামনে হোক: সোহম

জিয়ার মৃত্যুবার্ষিকীতে সিলেট জেলা বিএনপির আলোচনা সভা

জিয়ার মৃত্যুবার্ষিকীতে সিলেট জেলা বিএনপির আলোচনা সভা

বিএনপি কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক, সিলেট জেলা ও মহানগর বিএনপির সাবেক সভাপতি জননেতা আলহাজ্ব এম. এ হক বলেছেন- মহান মুক্তিযুদ্ধ চলাকালে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষনার মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মুক্তিকামী জনতাকে মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়তে উদ্ধুদ্ধ করেছিলেন।

৭৫ সাল পরবর্তী সময়ে জাতির চরম ক্রান্তিকালে সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে শহীদ জিয়া দেশ ও জাতিকে তাঁর সুযোগ্য নেতৃত্বের মাধ্যমে পুনরায় উজ্জীবিত করেন। শহীদ জিয়াকে ছাড়া বাংলাদেশ তথা মুক্তিযুদ্ধ কল্পনা করা যায়না। একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গঠনে শহীদ জিয়ার সময়োপযোগী সাহসী পদক্ষেপ জাতিকে নতুন করে আলোড়িত করেছিলো। কিন্তু মানুষরুপী কতিপয় হায়েনা সফল রাষ্ট্রনায়ক জিয়াউর রহমানকে শহীদ করার মাধ্যমে বাংলাদেশের সম্ভাবনাকে অংকুরে বিনষ্ঠ করে দিয়েছিল। বহুদলীয় গনতন্ত্র প্রবর্তনের মাধ্যমে জিয়াউর রহমান বিশ্বের বুকে একটি উদার গনতান্ত্রিক বাংলাদেশকে পরিচয় করিয়ে দিয়েছিলেন। স্বৈরাচার এরশাদ সরকার শহীদ জিয়ার প্রবর্তিত বহুদলীয় গনতন্ত্রকে গলাটিপে হত্যার মিশন শুরু করেছিল। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আবার দেশে গনতন্ত্র ফিরে এসেছিল।আর বর্তমান অবৈধ ক্ষমতাসীন আওয়ামী সরকার গনতন্ত্রের কফিনে শেষ পেরেক ঠুকে দিয়েছে। দেশ ও জাতির চরম ক্রান্তিকালে শহীদ জিয়ার আদর্শ অনুসরনের মাধ্যমে গনতন্ত্র পুনরুদ্ধার ও আওয়ামী দুঃশাসন থেকে জাতিকে মুক্ত করতে হবে।
তিনি মঙ্গলবার বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৫ তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা বিএনপি ঘোষিত ২দিন ব্যাপী কর্মসুচীর ২য় ও শেষ দিনে সিলেট জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।আলোচনা সভা শেষে উপস্থিত নেতাকর্মীদের মাঝে শিরনি বিতরন করা হয়। নগরীর বিভিন্ন এতিমখানায় বিএনপির উদ্যোগে ইয়াতিমদের মধ্যে খাবার বিতরন করা হয়। এছাড়া সিলেট জেলার আওতাধীন সকল উপজেলা ও পৌর শাখার উদ্যোগে স্ব স্ব এলাকায় আলোচনা সভা, শিরনী বিতরন ও ইয়াতিমদের মধ্যে খাবার বিতরন কর্মসুচী পালিত হয়।
নগরীর সোবহানীঘাটস্থ আগ্রা কমিউনিটি সেন্টারে সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আলী আহমদের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি কলিম উদ্দীন আহমদ মিলন বলেন- শহীদ জিয়া একটি শুধু একটি জীবন নয়, একটি আদর্শ ও একটি বীরত্ব গাথা ইতিহাসের নাম। বাংলাদেশের ইতিহাস যতদিন থাকবে। ততদিন ইতিহাসের পাতা থেকে শহীদ জিয়াকে মুছে ফেলার সাধ্য কারো নেই। জনতার জিয়া মরে নি, মরতে পারে না। শহীদ জিয়ার আদর্শ অনুসরনের মাধ্যমেই আওয়ামী বাকশালীদের হাত থেকে অবরুদ্ধ গনতন্ত্র পুনরুদ্ধার করতে সর্বস্থরের জাতীয়তাবাদী শক্তিকে ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলে এগিয়ে যেতে হবে।সভাপতির বক্তব্যে আবুল কাহের চৌধুরী শামীম বলেন- মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুধু স্বাধীনতা ঘোষনা দিয়েই ক্ষান্ত হন নি। জীবনের ঝুকি নিয়ে মুক্তিযুদ্ধে সরাসরি অংশ নিয়েছেন নেতৃত্ব দিয়েছেন। বাংলাদেশের ইতিহাসে শহীদ জিয়া একটি উজ্জল প্রেরনার নাম। ষড়যন্ত্রকারীরা জনতার জিয়াকে হত্যা করে দেশের স্বাধীনতা  ও সার্বভৌমত্বকে বিকিয়ে দিতে চেয়েছিল। শহীদ জিয়ার সুযোগ্য সহধর্মিনী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশের গনতন্ত্রকামী জনতা নতুনভাবে তাদের অধিকার ফিরে পেয়েছিল। ক্ষমতাসীন অবৈধ আওয়ামী সরকার দেশের স্বার্থ জলাঞ্জলী দিয়ে মানুষের লাশের উপর দাড়িয়ে বন্দুকের জোরে তাদের অবৈধ ক্ষমতা ধরে রাখতে চায়। কিন্তু শহীদ জিয়ার আদর্শের সৈনিকরা বেচে থাকতে তাদের সেই স্বপ্ন কোনদিন পুরন হবেনা। শহীদ জিয়ার আদর্শ অনুসরন করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারুন্যের অহংকার দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে দেশপ্রেমিক জনতা শহীদ জিয়া প্রবর্তিত গনতন্ত্র পুনরুদ্ধার করবেই ইনশাআল্লাহ।সিলেট জেলা ওলামা দল নেতা মাওলানা আমিনুল হকের পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সুচীত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক  সাবেক এমপি কলিম উদ্দীন আহমদ মিলন, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, পেশাজীবি পরিষদ নেতা বিশিষ্ট চিকিৎসক ডা. শামীমুর রহমান, সিলেট জেলা  বিএনপির সাবেক সাধারন সম্পাদক এডভোকেট আব্দুল গাফফার, সাবেক এমপি আবুল কাহির চৌধুরী, শাহজালাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সহ-সভাপতি প্রফেসর ড. মোজাম্মেল হক, সিলেট জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও জেলা যুবদল সভাপতি আব্দুল মান্নান, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মঈনুল হক চৌধুরী, জেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক এডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন। বক্তব্য রাখেন- বিএনপি নেতা নজরুল ইসলাম ময়ুর, সিলেট মহানগর মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক সালেহ আহমদ খসরু, জেলা যুবদলের সাধারন সম্পাদক মামুনুর রশীদ মামুন, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি আব্দুল আহাদ খান জামাল, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ভিপি মাহবুবুল হক চৌধুরী, স্বেচ্ছাসেবক দল নেতা এডভোকেট মুজিবুর রহমান মুজিব, মহিলা দলের কেন্দ্রীয় সদস্য জাহানারা ইয়াসমিন, জেলা ওলামা দল নেতা মাওলানা নুরুল হক ও জেলা শ্রমিক দলের যুগ্ম সাধারন সম্পাদক নুরুল ইসলাম বাচ্চু।অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সিলেট জেলা বিএনপির সাবেক আহ্বায়ক এডভোকেট নুরুল হক, মহানগর বিএনপির সাধারন সম্পাদক বদরুজ্জামান সেলিম, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারন সম্পাদক মাহবুবুর রব চৌধুরী ফয়সল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এমরান আহমদ চৌধুরী, বিশ্বনাথ উপজেলা বিএনপি সভাপতি জালাল উদ্দীন চেয়ারম্যান, গোয়াইনঘাট উপজেলা সভাপতি ওসমান গনী, ফেঞ্চুগঞ্জ উপজেলা সভাপতি সুফিয়ানুল করিম, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি একেএম তারেক কালাম, মহিলা দলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদিকা  অধ্যাপিকা সামিয়া বেগম চৌধুরী, যুক্তরাজ্য বিএনপির সহ-সভাপতি গোলাম রব্বানী, মহানগর বিএনপি নেতা সৈয়দ মঈনুদ্দিন সোহেল, সদর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক সাবেক ভাইস চেয়ারম্যান আবুল কাশেম, দক্ষিণ সুরমা উপজেলা সাধারন সম্পাদক শামীম আহমদ, গোলাপগঞ্জ উপজেলা সাধারন সম্পাদক জিলাল উদ্দীন চেয়ারম্যান, জৈন্তাপুর উপজেলা সাধারন সম্পাদক আব্দুল হাফিজ, জেলা শ্রমিক দলের সাধারন সম্পাদক সুরমান আলী, মহানগর শ্রমিক দলের সাধারন সম্পাদক ইউনুছ মিয়া, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সাধারন সম্পাদক আহমদ চৌধুরী ফয়েজ, বিএনপি নেতা এডভোকেট আক্তার হোসেন, আব্দুল হান্নান, শহীদ আহমদ চেয়ারম্যান, আজির উদ্দীন চেয়ারম্যান, এইচ এম খলীল চেয়ারম্যান, গোলাম রব্বানী, ফখরুল ইসলাম ফারুক, জিল্লুর রহমান সোয়েব, বজলুর রহমান ফয়েজ, হাবীবুর রহমান হাবীব, মনিরুল ইসলাম তুরন, নিজাম উদ্দীন জায়গীরদার, মুফতী নেহাল উদ্দীন, কাজ মুহিবুর রহমান, আল মামুন, হাজী ইলিয়াস মিয়া, ইসলাম উদ্দীন, সিরাজুল ইসলাম, এডভোকেট ফখরুল হক, মঞ্জুর কাদির শাহী, মুহিবুর রহমান, মঈনুল ইসলাম মঞ্জু, মকছুদুল করিম নোহেল, হাজী গোলজার, ছালিক আহমদ চৌধুরী, এনামুল হক মাক্কু, মাহমুদুল হক সোহেল, ফয়সল আহমদ টিপু, আক্রম আলী মাসুক,আইয়ুব আলী সজীব, রফিকুল ইসলাম, সৈয়দ এনায়েত হোসেন, বোরহান উদ্দীন, আব্দুল লতিফ খান, আব্দুল হান্নান, শামসুর রহমান শামীম, মুুহিব আহমদ, আজির উদ্দীন, ওলীউর রহমান, ইসলাম উদ্দীন, আজিজুর রহমান বকুল, মহানগর ছাত্রদলের সাবেক সাহিত্য ও প্রকাশনা সম্পাদক লোকমান আহমদ, ছাত্রদল নেতা নজরুল ইসলাম, হানুর ইসলাম ইমন, লিটন আহমদ, আব্দুল মালেক, নাসির আহমদ, সুমেল আহমদ চৌধুরী, মাসুম পারভেজ, সোহেল ইবনে রাজা, শেখ ইমরান  ও আলী আকবর রাজন প্রমুখ।

শেয়ার করুন

পাঠকের মতামত