মৌলভীবাজারে যুবলীগ নেতা রুহুল আমিন আটক
জুলাই আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার অভিযোগে করা মামলার আসামি কুলাউড়া উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক রুহুল আমিনকে আটক করেছে পুলিশ।
সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে তাকে আটক করে পুলিশ।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম আপসার জানান, ‘আটক যুবলীগ নেতা রুহুল আমিন গত ২৪ জুলাই এবং ৩ আগস্ট বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের শান্তিপূর্ণ মিছিলে সশস্ত্র হামলা চালিয়ে শিক্ষার্থীদের গুরুতর আহত করেন এবং বিস্ফোরক দ্রব্য ব্যবহার করেন। দু’টি ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্রদের পক্ষ থেকে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ১০৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৫০ জনের বিরুদ্ধে পৃথক দু’টি মামলা করা হয়। এ পর্যন্ত ৩০ থেকে ৩২ জন আসামিকে আটক করেছে পুলিশ।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
শেয়ার করুন