আটককেন্দ্রে মেক্সিকান অভিবাসীর মৃত্যু, চলতি বছরে আইসিই হেফাজতে ১৪তম প্রাণহানি
সিলেটে দলীয় কর্মীদের হাতে আ.লীগ নেতা খুন
সিলেটের বিয়ানীবাজারে পুলিশের উপস্থিতিতে মাহতাব উদ্দিন (৩৫) নামে এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে নিজ দলের নেতাকর্মীরা।
বুধবার দুপুরে উপজেলার আলীনগর গ্রামের টিকরপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত মাহতাব উদ্দিন (৩৫) উপজেলার চারখাই ইউনিয়ন আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক ও চারখাই গ্রামের মৃত মখন মিয়ার ছেলে।
হামলাকারীরা জমি সংক্রান্ত বিরোধের জের ধরে তাকে কুপিয়ে হত্যা করেছে বলে জানান স্থানীয়রা।
খুনের পর ঘটনাস্থল থেকে আব্দুল মুহিত, আব্দুল মুমিন ও নিহতের চাচাতো ভাই আব্দুল ফাত্তাহসহ ৮ জনকে আটক করেছে পুলিশ।
এলএবাংলাটাইমস/এস/এলআরটি
শেয়ার করুন