সীমান্তে ৪৪ জনকে পুশইন করলো বিএসএফ
মৌলভীবাজারের বড়লেখার পাল্লাতল সীমান্ত দিয়ে পুশইন (ঠেলে দেওয়া) হওয়া নারী, শিশুসহ ৪৪ জনকে আটক করে বিজিবির কাছে হস্তান্তর করেছেন স্থানীয়রা।
বুধবার (১৪ মে) ভোরে লাতু বিওপি ক্যাম্পের আওতাধীন শাহবাজপুর পাল্লাথল রাস্তার মোড় থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিদের শাহবাজপুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের একটি কক্ষে আটকে রেখে বিজিবি জিজ্ঞাসাবাদ করছে।
জানা গেছে, আটক সবাই বাংলাদেশি। তারা দীর্ঘদিন ধরে ভারতে বসবাস করছিলেন। মঙ্গলবার (১৩ মে) ভারতীয় পুলিশ তাদের আটক করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কাছে হস্তান্তর করে। আজ বাংলাদেশে তাদের পুশইন করা হয়। সীমান্ত থেকে তাদের আসতে দেখে আটক করে বিজিবির কাছে হস্তান্তর করেন স্থানীয়রা।
সুন্দরবনে পুশইন করা ব্যক্তিদের কাছে ওষুধ-খাবার নিয়ে কোস্টগার্ড
স্থানীয় সূত্রে জানা গেছে, বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর সীমান্ত এলাকা দিয়ে ভোরে বিএসএফ নারী ও শিশুসহ ৪৪ জনকে পুশইন করে। এসময় স্থানীয়রা বিষয়টি বিজিবিকে জানান। খবর পেয়ে বিজিবি তাদের আটক করে। আটকদের মধ্যে ১৩ জন পুরুষ, ১৮ জন নারী ও ১৩ শিশু রয়েছে।
মৌলভীবাজারের বড়লেখার পাল্লাতল সীমান্ত দিয়ে পুশইন (ঠেলে দেওয়া) হওয়া নারী, শিশুসহ ৪৪ জনকে আটক করে বিজিবির কাছে হস্তান্তর করেছেন স্থানীয়রা
আটকরা জানান, তারা কাজের জন্য অবৈধভাবে ভারতে গিয়েছিলেন। সম্প্রতি ভারতীয় পুলিশ তাদের আটক করে। সীমান্তের ওপারে আরও অনেককে আটক করে রেখেছে বিএসএফ। তাদেরও পাঠানোর প্রক্রিয়া চলছে।
উত্তর শাহবাজপুর ইউপি চেয়ারম্যান রফিক উদ্দিন আহমদ বলেন, আজ ভোরে আরও ৪৪ জনকে বাংলাদেশে পাঠিয়েছে বিএসএফ। স্থানীয়ভাবে খবর পেয়ে বিজিবি তাদের আটক করেছে। আটক বাংলাদেশি নাগরিক।
এ বিষয়ে বিজিবি-৫২ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান বলেন, আটকদের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা বাংলাদেশি।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
শেয়ার করুন