সিলেট-চারখাই-শেওলা মহাসড়ক: নির্মাণ ত্বরান্বিত করতে স্মারকলিপি প্রদান
সিলেট-চারখাই-শেওলা চারলেন মহাসড়ক দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করতে বিভাগীয় কমিশনার কাছে স্মারক দিয়েছে বিয়ানীবাজার জনক্যলাণ সমিতি সিলেটের নেতৃবৃন্দ। বৃহস্পতিবার দুপুরে বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজা উন নবীর কাছে এ স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার জনতল্যাণ সমিতি সিলেটের সভাপতি ও সাবেক সিভিল সার্জন ডা. এম ফয়েজ আহম্মদ, সিনিয়র সহসভাপতি এড. এমাদ উল্লাহ শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক এড. জুবায়ের আহম্মদ খান, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আহাদ, সাংগঠনিক সম্পাদক এড. রেজা আহমদসহ সমিতির নেতৃবৃন্দ।
বিয়ানীবাজারসহ দক্ষিণ সুরমা. গোলাপগঞ্জ, জকিগঞ্জ এবং মৌলভীবাজারের বড়লেখা উপজেলাবাসীর স্বপ্নের প্রকল্প সিলেট-চারখাই-শেওলা চারলেন মহাসড়কের কাজ গত আড়াই বছরে ১০ ভাগও অগ্রগতি হয়নি। এ নিয়ে পাঁচ উপজেলাবাসীল মতো প্রবাসী অধ্যুসিত বিয়ানীবাজারবাসীও শংকিত। তাই চারলেন মহাসড়কের কাজ দ্রুত সম্পন্ন করতে এ অঞ্চলের ভূক্তভোগী মানুষের পক্ষে বিভাগীয় কমিশনারের কাছে স্মারক লিপি প্রদান করেন বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির সিলেটের নেতৃবৃন্দ।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
শেয়ার করুন