অর্থমন্ত্রী অসুস্থ, হাসপাতালে ভর্তি
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এমপি হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে তিনি সিলেটের বাসভবনে বেশি অসুস্থ অনুভব করায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
তিনি বর্তমানে সিলেট নগরীর পার্কভিউ হাসপাতালের একটি কেবিনে চিকিৎসাধীন।
অর্থমন্ত্রী মুহিত বর্তমানে ডা. শিশির বসাক, ডা. শিশির চক্রবর্তী ও ডা. আহবাব আহমদের তত্ত্বাবধানে আছেন। তারা জানিয়েছেন ব্লাড সুগারের পরিমাণ বেড়ে যাওয়ায় অর্থমন্ত্রী অসুস্থতা করছিলেন। বর্তমানে তার শারীরিক অবস্থা উন্নতির দিকে।
হাসপাতালে তার সঙ্গে থাকা ১৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাবেদ সিরাজ জানান, গতকাল (বুধবার) থেকে তিনি শারীরিকভাবে সুস্থ বোধ করছিলেন না। আজ (বৃহস্পতিবার) বিকালে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে আনার পর তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে ।
এদিকে অর্থমন্ত্রীর দ্রুত সুস্থতা লাভে সিলেটসহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার পরিবার।
এলএবাংলাটাইমস/এস/এলআরটি
শেয়ার করুন