সিলেটে বড় ভাইয়ের হাতে ২ ভাই খুন
সিলেটের গোয়াইনঘাটের পল্লীতে ছোট দুই ভাইকে শ্বাসরোধ করে হত্যা করেছে আপন বড় ভাই। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ঘাতক বড় ভাই নূরুল ইসলামকে (২৩) আটক করেছে। নিহতরা হলো- উপজেলার তোয়াকুল ইউনিয়নের লক্ষীনগর গ্রামের ইদ্রিস আলীর ছেলে আজিজুর রহমান (১০) ও মতিউর রহমান (৮)।
জানা গেছে, গত বুধবার বেলা ২টার দিকে নূরুল ইসলাম ছোট দুই ভাইকে নিয়ে স্থানীয় একটি বাজারে যায়। কিন্তু এরপর তারা আর বাড়ি ফেরেনি। গোয়াইনঘাট উপজেলা সদর সংলগ্ন মাটিচাপা গ্রাম এলাকায় নূরুল ইসলামকে ঘোরাঘুরি করতে দেখে স্থানীয় লোকজনের সন্দেহ হয়। পরে তারা তাকে শনিবার সকালে পুলিশের কাছে সোপর্দ করেন। তার স্বীকারোক্তি অনুযায়ী শনিবার সকাল ১০টায় লক্ষীনগর গ্রামের মানান হাওর থেকে দুই ভাইয়ের লাশ উদ্ধার করে পুলিশ।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলওয়ার হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, লাশ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘাতক দুই ভাইকে পানিতে ডুবিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। ঘাতক নূরুলকে আটক করা হয়েছে।
শেয়ার করুন