আটককেন্দ্রে মেক্সিকান অভিবাসীর মৃত্যু, চলতি বছরে আইসিই হেফাজতে ১৪তম প্রাণহানি
বিয়ানীবাজারে ট্রাকচাপায় নিহত চার
সিলেটের বিয়ানীবাজারে ট্রাকচাপায় অটোরিকশার চার আরোহী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন একজন।
শুক্রবার সন্ধ্যায় উপজেলার টিকরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন চক্রবর্তী গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতদের মধ্যে দুই জনের পরিচয় নিশ্চিত করেছেন পুলিশ। এরা হলেন, কানাইঘাট উপজেলার সাব্বির আহমেদ (৩০) ও দুলাল মিয়া (২৬)। এছাড়া আহত অপর ব্যক্তিকে সিলেট ওসমানী মেডিকেলে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে ওসি চন্দন জানিয়েছেন, সিলেট থেকে বিয়ানীবাজারগামী একটি ট্রাকের চাপায় ঘটনাস্থলেই তিন অটোরিকশা আরোহী নিহত হয়েছেন। আহতদের অপর দুইজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে দুলাল নামে একজনের মৃত্যু হয়েছে।
এলএবাংলাটাইমস/এস/এলআরটি
শেয়ার করুন