রেডিয়াল সিদ্ধান্ত: নিরাপত্তাজনিত উদ্বেগে আইএইএ কর্মকর্তাদের তেহরান ত্যাগ
শ্রীমঙ্গলের গ্র্যান্ড সুলতান বিশ্বসেরা গলফ রিসোর্টের স্বীকৃতি পেলো
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবস্থিত গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফ বিশ্বের সেরা গলফ রিসোর্টের স্বীকৃতি অর্জন করেছে। উদ্বোধনের প্রথম বছরেই বিশ্বের শ্রেষ্ঠ গলফ্ রিসোর্টের স্বীকৃতি অর্জন করায় অ্যাওয়ার্ড পেয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবস্থিত গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট এন্ড গলফ্। দেশীয় ব্যবস্থাপনায় পরিচালিত এই রিসোর্টকে বিরল সম্মান অর্জনের স্বীকৃতি দিয়েছে ওয়ার্ল্ড লাক্সারি হোটেল অ্যাওয়ার্ড ২০১৪ কর্তৃপক্ষ।
গত ৬ ডিসেম্বর দক্ষিণ আফ্রিকার কেপটাউনে এই আন্তর্জাতিক পুরষ্কার প্রদান করা হয়।
এ উপলক্ষে বৃহস্পতিবার রাতে গ্র্যান্ড সুলতানের রোশনি মহলে অনুষ্ঠিত হয়। স্বীকৃতি অর্জন করায় অ্যাওয়াড সর্বসমক্ষে উন্মোচন করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান খাজা টিপু সুলতান।
উন্মোচন অনুষ্ঠানে প্রতিষ্ঠানের চেয়ারম্যান বলেন সম্পূর্ণ বাংলাদেশী প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশের মানুষকে নিয়ে আমারা এই বিশ্ব সেরা অ্যাওয়ার্ড পেয়েছি, তাই এই অ্যাওয়াড বাংলাদেশের অর্জন। এই অর্জন দেশের পর্যটন শিল্পকে বিশ্ব দরবারে আরেক ধাপ এগিয়ে নিবে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংসদ সদস্য উপাধ্যক্ষ আব্দুস শহীদ, জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান, প্রতিষ্ঠানের ভাইস-চেয়ারম্যান সৈয়দ কামরুজ্জামান। পরে রিসোর্টের এসিসটেন্ট জেনারেল ম্যানেজার আরমান খানের পরিচালনায় অনুষ্ঠিত হয় খ্যাতিমান সঙ্গীত শিল্পী ফেরদৌস ওয়াহিদ ও হাবিব ওয়াহিদ এর পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
শেয়ার করুন