রেডিয়াল সিদ্ধান্ত: নিরাপত্তাজনিত উদ্বেগে আইএইএ কর্মকর্তাদের তেহরান ত্যাগ
সিলেটে মাইক্রোবাস-সিএনজিতে আগুন
সিলেট নগরীর সুবিদবাজারে একটি মাইক্রোবাস ও একটি সিএনজি অটোরিক্সায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এই আগুন দেয়ার ঘটনা ঘটে। এসময় সন্দেহভাজন হিসেবে মুন্না নামের এক যুবককে আটক করে পুলিশ।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়- সোমবার সন্ধ্যায় সাড়ে ৭টার দিকে সিলেট নগরীর সুবিদবাজারস্থ তারাদিন রেষ্টুরেন্টের পাশ্ববর্তী একটি গলি থেকে কয়েকজন যুবক মূল সড়কে এসে একটি মাইক্রোবাস (সিলেট হ-১১-০৩৩৫) ও সিএনজি অটোরিক্সায় (সিলেট থ-১২-৮৮০৬) আগুন দেয়।
মাইক্রোবাসটি বিদেশ থেকে আগত যাত্রী নিয়ে সিলেট থেকে সুনামগঞ্জ যাচ্ছিল। অন্যদিকে সিএনজি অটোরিক্সাটি আম্বরখানা দিকে যাচ্ছিল। পরে স্থানীয় লোকজনের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এ ঘটনায় কেউ আহত হয়নি।
এ ব্যাপারে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গৌছুল আলম জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে মুন্না নামের এক যুবককে আটক করা হয়েছে।
শেয়ার করুন