আটককেন্দ্রে মেক্সিকান অভিবাসীর মৃত্যু, চলতি বছরে আইসিই হেফাজতে ১৪তম প্রাণহানি
সিলেটে শোভাযাত্রায় ছাত্রদল নেতা খুন
সিলেটে প্রতিষ্ঠাবার্ষিকী শোভাযাত্রায় নিজদলের ছুরিকাঘাতে খুন হলেন এক ছাত্রদল নেতা। গতকাল সোমবার বিকেল ৪টায় নগরীর কোর্ট পয়েন্টে এ হত্যাকা- ঘটে। মিছিলের অগ্রভাগে যাওয়া নিয়ে ধাক্কাধাক্কি ও সংঘর্ষের সময় এ ঘটনা ঘটে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
জানা গেছে, সিলেট নগরীর কোর্ট পয়েন্ট থেকে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার শোভাযাত্রা বের করে ছাত্রদল। এ সময় শোভাযাত্রার সম্মুখভাগে থাকা নেতাকর্মীদের মধ্যে ধাক্কাধাক্কি হয়। একপর্যায়ে তারা নিজেদের মধ্যে হাতাহাতি সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় ছাত্রদল নেতা শিমুকে ছুরিকাঘাত করা হরে তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার মৃত্যু ঘটে। নিহত আবুল হাসনাত শিমু সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক।
সিলেট কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ গৌছুল হোসেন ছাত্রদল নেতা হত্যাকা-ের বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনায় এখনো থানায় কোন এজাহার দাখিল করা হয়নি। তবে খুনীদের সনাক্ত করে তাদের আটকে পুলিশ তৎপর রয়েছে বলে জানান তিনি।
এলএবাংলাটাইমস/এস/এলআরটি
শেয়ার করুন