শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী উল্লেখ করে সংবাদ , পত্রিকা অফিসে আগুন
বাংলাদেশে বাড়ছে মোবাইলে দাম - আইন অনুমোদন
মোবাইল ফোন ব্যবহারকারীদের কাছে থেকে এক
শতাংশ সারচার্জ আরোপ আইনের অনুমোদনদিয়েছে মন্ত্রিসভা।সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনারসভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মতি বৈঠকে এঅনুমোদন দেয়া হয়। বৈঠকে বাংলাদেশ মেডিকেলডেন্টাল কা্উন্সিল আইন ২০১৫ এর খসড়াওঅনুমোদন দেয়া হয়।বৈঠকে শেষে মন্ত্রিপরিষদ সচিব মো.মোশাররাফ হোসেন ভুইঞা এ কথা জানান।তিনি জানান, মোবাইল ব্যবহারের ওপর শতকরা১ ভাগ হারে সারচার্জ আরোপ করার জন্য নতুনকরে এ আইনটি করা হচ্ছে। এতে করে যে অর্থ আয়হবে সে টাকা দিয়ে শিক্ষা ও স্বাস্থ্য খাতে ব্যয়করা হবে। গত বছরের ১৫ সেপ্টেম্বর এবিষয়েএনবিআর একটি প্রস্তাবনা মন্ত্রিসভায় উপস্থাপনকরেজানা গেছে, প্রতিবছর ১৪০ কোটি টাকা সারচার্জথেকে আদায় হবে। জাতীয় রাজস্ব বোর্ডের তফসিলঅনুযায়ী এই সারচার্জ আদায় ও ধার্য করা হবে।সরকার চাইলে সারচার্জ আদায়ের হার কমাতে বাবাড়াতে পারবে।
শেয়ার করুন