প্লুটোতে বরফের পাহাড় পেয়েছে নিউ হরিজোনস
নিউ হরিজোনস মহাকাশযান থেকে
পাঠানো বামন গ্রহ প্লুটোর ছবি থেকে
দেখা যাচ্ছে, প্লুটোর বুকে পৃথিবীর
মতোই বড় আকারের বরফের পাহাড়
রয়েছে। বৃহস্পতিবার এমন তথ্য
জানিয়েছে বিবিসি।
প্রতিবেদনে বলা হয়েছে, নাসার
মনুষ্যবিহীন মহাকাশযান থেকে তোলা
এই ছবিগুলোই এখনো পর্যন্ত প্লুটোর
সবচেয়ে বিস্তারিত ছবি।
বিবিসির সংবাদদাতা বলছেন, এখন
এটি পরিষ্কার যে প্লুটো নিস্তেজ
এবং মৃত কোন গোলকপিণ্ড নয়।
তিনি বলেন, সবচেয়ে বড় বিস্ময়ের
বিষয় হচ্ছে প্লুটোর পৃষ্ঠে খুব স্বল্পসংখ্যক
গর্ত দেখা গিয়েছে। এর অর্থ হতে
পারে প্লুটো এবং এর চাঁদগুলো এখনো
জীবন্ত রয়েছে।
বুধবার বিজ্ঞানীরা নিউ হরাইজন্সের
তোলা বামন গ্রহ প্লুটোর ছবিগুলো
প্রথমবারের মতো প্রদর্শন করেন। প্লুটোর
পাশ দিয়ে উড়ে যাবার সময় এই
ছবিগুলো তোলে মহাকাশযানটি।
প্লুটো অভিযানের প্রধান বিজ্ঞানী
এ্যালান স্টার্ন মন্তব্য করেন, এখন আমরা
এমন একটি বিচ্ছিন্ন, ছোট গ্রহ পেয়েছি
যেটি ৪৫০ কোটি বছর পরও সক্রিয়
রয়েছে। সূত্র: বিবিসি।
News Desk
শেয়ার করুন