অ্যাক্টিভিশনকে কিনে ফেলছে মাইক্রোসফট
ছবি: এলএবাংলাটাইমস
গেমিং কোম্পানি এক্টিভিশন ব্লিজার্ডকে ৬৮ দশমিক ৭ বিলিয়ন ডলারে কিনে নেচ্ছে টেক জায়ান্ট মাইক্রোসফট। এর মাধ্যমে মাইক্রোসফট জনপ্রিয় বিভিন্ন গেম যেমনঃ কল অফ ডিউট, ক্যান্ডি ক্রাস সহ ইত্যাদির মালিকানা লাভ করবে।
এই চুক্তির মাধ্যমে মাইক্রোসফট মোবাইল গেমিং জগতে প্রবেশ করবে ও মেটাভার্স তৈরির কাজে এগিয়ে যাবে।
মঙ্গলবারে এই খবর আসে। বর্তমান এক্টিভিশন সিইও ববি কিটক নিজের পদে বহাল থাকবেন। তিনি ও তাঁর দল পূর্বের ন্যায় কোম্পানির বিকাশে কাজ করে যাবে।
এলএবাংলাটাইমস/এমডব্লিউ
								
 										
										নিজস্ব প্রতিবেদক									
 								
							
									
									
 
 
												
												
												
												
													
												
													
												
													
												
													
												
													
												
													
												
শেয়ার করুন