শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী উল্লেখ করে সংবাদ , পত্রিকা অফিসে আগুন
লেনেভোর মোড়ানো পর্দার ল্যাপটপ
সম্প্রতি লেনেভো নিয়ে এলো একটি জাদুর ল্যাপটপ, যার বাটনে ক্লিক করলেই ধীরে ধীরে স্ক্রিন বেরিয়ে এসে লম্বা হয়ে যাবে। স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিত ওয়ার্ল্ড মোবাইল কংগ্রেসে মটোরোলার মূল প্রতিষ্ঠান লেনেভো এই রোলেবল (মোড়ানো যায়) স্ক্রিন দেখিয়ে মুগ্ধ করেছে ডিভাইসপ্রেমীদের।
ডিভাইসটির রয়েছে কি-বোর্ড ট্র্যাক প্যাড, আর ১২.৭ ইঞ্চির ডিসপ্লে। এটি দেখতে আর দশটা সাধারণ ল্যাপটপের মতো হলেও এর ডিসপ্লে বেশ নমনীয় এবং ভাঁজ করে এর গায়ের ভেতর ঢুকিয়ে রাখা যায়। তখন দেখতে একে বেশ ছোট দেখায়। ল্যাপটপটির সাইড বাটনে ট্যাপ করলেই এর স্ক্রিন ছোট হয় এবং সাইড স্লাইডটি ১৫.৩ ইঞ্চি দীর্ঘ আর ৮:৯ অনুপাতের একটি দ্বৈত স্ক্রিন বেরিয়ে আসে। মটোরোলাও নমনীয় স্ক্রিনের দিকে মনোযোগ দিচ্ছে।
মটোরোলার রোলিং কনসেপ্টের স্মার্টফোনের মধ্যে একই ধরনের প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। ফোনটির স্ক্রিন দৈর্ঘ্য বাড়ানো যায়। এতে ১৬: ৯ রেশিও কনটেন্ট স্ক্রিন আরও বেশি উপভোগ্য হয়ে ওঠে। মটোরোলা ফোনটির মতোই লেনেভোর এই ল্যাপটপ বৃহৎ পরিসরে উৎপাদনের কোনো পরিকল্পনা নেই এবং এই প্রযুক্তি অন্য কোনো ডিভাইসে ব্যবহার করার পরিকল্পনার খবর মেলেনি প্রতিষ্ঠানটির।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
শেয়ার করুন