শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী উল্লেখ করে সংবাদ , পত্রিকা অফিসে আগুন
টিকটকে নতুন ফিচার
শর্ট ভিডিও প্ল্যাটফর্ম টিকটক কিশোর-কিশোরী, পরিবার এবং বৃহত্তর সম্প্রদায়ের জন্য নতুন ফিচার এনেছে। টিকটকের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্ল্যাটফর্মটি কিশোর-কিশোরীদের অ্যাকাউন্টের জন্য নতুন ডিফল্ট সেটিংস চালু করছে। পাশাপাশি স্ক্রিন টাইম টুলে নতুন অপশন যুক্ত করছে। ফ্যামিলি পেয়ারিং ফিচারেও অভিভাবকদের নিয়ন্ত্রণ বৃদ্ধি করছে।
এ ফিচারের আওতায় ১৮ বছরের কম বয়সী ব্যবহারকারীর প্রতিটি অ্যাকাউন্ট স্বয়ংক্রিয়ভাবে দৈনিক ৬০ মিনিটের জন্য স্ক্রিন টাইম লিমিট সেট করা হবে। এ ক্ষেত্রে অ্যাপে যখন ৬০ মিনিটের সীমা পূর্ণ হয়ে যাবে, তখন কিশোর-কিশোরীদের অ্যাপটি ব্যবহার চালিয়ে নিতে একটি পাসকোড লিখতে অনুরোধ করা হবে।
এর পাশাপাশি 'স্লিপ রিমাইন্ডার'ও চালু করা হয়েছে। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা অ্যাপে তাদের ঘুমানোর সময় উল্লেখ করে দিলে নির্দিষ্ট সময় অনুযায়ী অ্যাপটি ব্যবহারকারীকে তা মনে করিয়ে দেবে।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
শেয়ার করুন