শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী উল্লেখ করে সংবাদ , পত্রিকা অফিসে আগুন
আকর্ষণীয় ফোল্ডেবল ডিভাইস
সময়ের সবচেয়ে বড় আকর্ষণ ফোল্ডেবল ডিভাইস। স্যামসাং, ওপো, মটোরোলা বাদেও ওয়ানপ্লাস এই ফোল্ডেবলের যুগে প্রবেশ করেছে। এই জায়ান্টদের পরীক্ষা-নিরীক্ষার মধ্যেই রয়েছে ফোল্ডেবল। ফোল্ডেবলের কিছু ঘাটতি থাকে। তাই এই ডিভাইস হয় স্পর্শকাতর। স্পর্শকাতর বিল্ড নিয়ে অ্যাপল সচরাচর ঝুঁকি নেয় না।
তবে এবার অ্যাপল সে ঝুঁকিতেও প্রবেশ করছে। অ্যাপল আনছে ফোল্ডেবল আইপ্যাড। ধারণা করা হচ্ছে ২০২৮ সালের শেষদিকে কিংবা ২০২৫ সালের শেষদিকে এই ডিভাইস আসবে বাজারে।
অর্থাৎ সম্প্রতিই অ্যাপল এই ডিভাইস নিয়ে কাজ শুরু করেছে। অন্তত তথ্য লিক হওয়ার পর অনেকেই ভাবছে। আসলে তা না। অন্য জায়ান্টরা বাজারে ফোল্ডেবল আনছে। অ্যাপল সমস্যা দেখেছে। ফোল্ডের অংশটা এমনিতেও অনেক নরম। সেই অংশ নিয়ে কাজ করতে হয়। প্রায় চার বছর ধরেই তারা কাজ করছে। ভেতরের চালিকাশক্তি নিয়ে কাজ করতে গিয়ে তারা নকশা এখনও চূড়ান্ত করতে পারেনি। মূলত তারা ডিসপ্লে প্যানেল ও হিনজ নিয়ে বেশি কাজ করছে। মূলত অধিকাংশ ফোল্ডেবলের হিনজ স্পষ্ট দেখা যায়। অ্যাপল নিঁখুত সৌন্দর্য ভালোবাসে। প্রতিষ্ঠানটি চায়না হিনজ দৃশ্যমান হয়ে বিচ্ছিরি দেখাক। এখন অপেক্ষা। ফোল্ডেবল অ্যাপল আইপ্যাড এখন সবার আলোচনার প্রসঙ্গ।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
শেয়ার করুন